নাহিদ ইসলাম গ্রেফতার এবং আসিফ নজরুলের পদত্যাগের ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি, ‘৩০০ কোটি চাঁদাবাজিতে নাহিদ গ্রেপ্তার দেশ চালাতে ব্যর্থ হয়ে আসিফ নজরুলের পদত্যাগ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৪৭ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৩০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাকে গ্রেফতার করা হয়নি এবং দেশ চালাতে ব্যর্থ হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও পদত্যাগ করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও যুক্ত করে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১১ আগস্ট “পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ২৪ সেকেন্ড অংশ থেকে ২৯ সেকেন্ড অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ১১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ ই আগস্ট সন্ধ্যায়  চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৮ জুলাই ‘চাঁদাবাজ যেই হোক, ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ২২ সেকেন্ড অংশ থেকে ৩০ সেকেন্ড অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ২৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাঁদাবাজ যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

অর্থাৎ, এই ভিডিওটির সাথে নাহিদ ইসলামের ৩০০ কোটি টাকা চাঁদাবাজির দাবির সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১ জুন ‘নির্বাচন বিলম্ব হলে ? | ১ জুন ২০২৫ | সম্পাদকীয়’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, সাংবাদিক মাসুদ কামালকে নির্বাচন বিলম্ব হলে কি ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘’যে সমন্বয়ক এলাকায় বসে নিজে বলতো আমার পকেটে কোনো টাকা থাকে না সে এখন বলে সে জমিদারের ছেলে… তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সে আস্থাটা ধরে রাখতে পারেনি’। 

অর্থাৎ, মাসুদ কামালের এই বক্তব্য সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলামের ৩০০ কোটি টাকা চাঁদাবাজির দাবি প্রসঙ্গে নয়। 

ভিডিও যাচাই ৪

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে গত ৫ আগস্ট ‘এক এগারোর পদধ্বনি? | মুক্তবাক | Muktobak | ০৪ আগস্ট ২০২৫ |’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত মাসুদ কামালের বক্তব্যের ১৭ মিনিট ২৪ সেকেন্ড থেকে ১৭ মিনিট ৪৯ সেকেন্ড অংশের মিল রয়েছে ।

Comparison: Rumor Scanner

ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, উপদেষ্টা মাহফুজ আলমের এক এগারোর পদধ্বনি বিষয়ক ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন, ‘মানুষের কাছ থেকে নিবো কতো নেওয়া যায়, একটা ইস্যু দেখিয়ে কতো নেওয়া যায়। উনি এনজিও মানসিকতার। উনি বলবেন যে আমি করিনি কিন্তু আপনার লোক তো করেছে। কোন লোকটা করেছে তাকে আইডেন্টিফাই করেছেন? তাকে বের করে দিয়েছেন? তার প্রতি কোনো এ্যাকশন নিয়েছেন? নেন নি তো। তারমানে আপনিই করেছেন।’ 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

ভিডিও যাচাই ৫

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ‘Global TV News’ এর ইউটিউব চ্যানেলে গত ৫ জুন ‘এই সরকার নির্লজ্জতা ও বেহায়াপনার সকল সীমা অতিক্রম করে ফেলেছে: রুমিন ফারহানা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, রুমিন ফারহানা সরকারের সমালোচনা করে বলেন, ‘’নির্লজ্জতার তো একটা সীমা থাকে? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রশ করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকার ও সেই নোংরামিতে যুক্ত হলো।’

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলামের চাদাঁবাজির দাবি সম্পর্কিত নয়।

ভিডিও যাচাই ৬

এ বিষয়ে অনুসন্ধানে  ‘News Analysis by Kazi Runa’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৮ জুলাই ‘এনসিপি ও তার দুই ঘেঁটুপুত্রের চাঁদাবাজি ! আছে টর্চার সেলও ! অভিযুক্তদের ছাড়াতে অদৃশ্য টেলিফোন!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ২ মিনিট ৬ সেকেন্ড থেকে ৪ মিনিট ৩ সেকেন্ড অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, গত জুলাইয়ে গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় এনসিপি ও তিন সংগঠনের চাঁদাবাজি বিষয়ে সংবাদ বিশ্লেষক কাজী রুনা বিস্তারিত আলোচনা করে। 

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলামের চাঁদাবাজি অভিযোগ প্রসঙ্গে নয়। 

এছাড়া, নাহিদ ইসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারের দাবি করা হলেও তিনি গত ১৪ অক্টোবর তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনে এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে একটি পোস্ট শেয়ার করেন। নাহিদ ইসলামের মতো ব্যক্তি চাঁদাবাজি অভিযোগে গ্রেফতার হলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়া হতো। কিন্তু মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

আসিফ নজরুল পদত্যাগ করেছেন কি-না সে বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, গত ১৪ অক্টোবর আসিফ নজরুল সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে যোগ দেন। এছাড়া, তার অফিশিয়াল ফেসবুক পেজে পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।  মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ৩০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং দেশ চালাতে ব্যর্থ হয়ে আসিফ নজরুল আইন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ শীর্ষক দাবিগুলো মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img