প্রচারিত ভিডিওটিতে থাকা নারী হিন্দু নন, মুসলিম 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে, ‘Clicking one child at 20 different spots does not hide the fact how Hindu women were raped and burnt alive by Jamatis. This video shows the reality of Hindu women under Yunus in #Bangladesh. We will definately show you DURGA on #Dhaka streets.’ অর্থাৎ, দাবি করা হচ্ছে প্রচারিত ভিডিওতে থাকা নারী হিন্দু ধর্মাবলম্বী।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী হিন্দু ধর্মাবলম্বী নন। প্রকৃতপক্ষে, গত ০৬ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনার সময় ‘আপার বাড়ি ভাঙতেছে’ আক্ষেপ করে বলায় ফাতেমা নামের এক নারীকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এটি সে সময়েরই দৃশ্য। 

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে গত ০৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে মারধরের শিকার নারীর সাথে আলোচিত ভিডিওতে থাকা নারীর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

চার মিনিট ১৫ সেকেন্ডের উক্ত ভিডিওর শেষদিকে নারীর পরিচয় জিজ্ঞেস করেন ভিডিও ধারণকারী সাংবাদিক। তখন মারধরের শিকার নারী বলেন, তার নাম ফাতেমা। 

এছাড়া, একই তারিখে উক্ত ঘটনার প্রেক্ষিতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল আই এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে থাকা নারীর সাথেও আলোচিত ভিডিওতে থাকা নারীর মিল রয়েছে। 

Screenshot: Channel i

সে সময় একই তথ্যে এবং ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছিল প্রথম আলো, মানবকণ্ঠ, জনকণ্ঠও। 

অর্থাৎ, গণপিটুনির শিকার হওয়া নারীর নাম ফাতেমা; যা মূলত মুসলিম ধর্মাবলম্বীদের নাম। এছাড়া, ওই নারী রাজনৈতিক কারণে মারধরের শিকার হয়েছিলেন।

সুতরাং, রাজনৈতিক কারণে মুসলিম নারী মারধরের শিকার হওয়ার ভিডিওকে হিন্দু নারীকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img