সম্প্রতি ‘আমরা এক বছরে যে উন্নয়ন করেছি। শেখ হাসিনা ১৭ বছরে তা পারে নাই – ড. আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
এসব পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন সময়ের তুলনা করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উক্ত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যমেও আসিফ নজরুলের কথিত এই মন্তব্য সম্বলিত কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Iqbal Tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Iqbal Tv’ নামক ফেসবুক পেজে গত ০৬ অক্টোবর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Iqbal Tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। তাই এটির কোনো পোস্টকে গুরুত্ব না দিতে বলা হয়েছে।
এছাড়া, ড. আসিফ নজরুলের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত বক্তব্যের সপক্ষে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার ও শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের তুলনা বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal Tv – Facebook Post
- Dr. Asif Nazrul – Facebook Page