নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে সংশ্লিষ্ট এলাকার মানুষেরা। এরই প্রেক্ষিতে সম্প্রতি “নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা৷ ঢাকার সাথে কুমিল্লার সংযুক্তি।” শিরোনামে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে।।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা৷ ঢাকার সাথে কুমিল্লার সংযুক্তি” শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৫ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্য গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।
এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্টের সাথে কালবেলার প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, কালবেলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘নোয়াখালীর নামে বিভাগ ঘোষণা৷ ঢাকার সাথে কুমিল্লার সংযুক্তি’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis