Home Blog Page 26

এসিল্যান্ডের গাড়িতে করে সারজিস আলমের বাড়িতে ঈদের গরু আনার দাবিটি ভুয়া

0

সম্প্রতি, “সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটি ৫ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে করে ঈদের গরু পৌঁছে দেওয়ার দাবিটি সঠিক নয় এবং এরূপ দাবিতে কোনো মূলধারার গণমাধ্যমও ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, “ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম “ঢাকা পোস্ট” এর প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে এবং সম্পাদিত ফটোকার্ডে ঢাকা পোস্টের লোগোও মুছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দাবিটির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের নাম বা লোগোও পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে কেবল ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ‘০৬ জুন ২০২৫’ দেখা যায়। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায় এটি মূলধারার সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ফটোকার্ডের আদলে তৈরি ফটোকার্ড।

এরই সূত্র ধরে ‘ঢাকা পোস্ট’ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘ঢাকা পোস্ট’ এর ফেসবুক পেজে গত ৬ জুন ‘ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Photocard Comparison by Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, শিরোনাম, ফন্ট ও সারজিস আলমের ছবি ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সারজিস আলমের ছবির জায়গায় উক্ত ফটোকার্ডে এক নারীর ছবি দেখা যায়। এবং ঢাকা পোস্ট এর উক্ত মূল ফটোকার্ডটিতে ‘ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ঢাকা পোস্ট’ এর আসল ফটোকার্ড সম্পাদনা (এডিট) করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত ‘ঢাকা পোস্ট’ এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর একটি হাট থেকে আনা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে করে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার সিটি হাট থেকে গরুটি কেনা হয়। সরকারি গাড়িতে গরু আনার পর বিষয়টি জানাজানি হলে জেলার সচেতন মহলে সমালোচনা শুরু হয়।

সুতরাং, সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু শীর্ষক দাবিটি ভুয়া এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ধ্বংস দাবিতে এআই তৈরি ছবি প্রচার

0

গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ প্রেক্ষাপটে, ইরান যুক্তরাষ্ট্রের একটি বি-২ বোমারু বিমান ধ্বংস করেছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো বি-২ বিমান ধ্বংস হওয়ার দাবিটি সত্য নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি ব্যবহার করে এ দাবি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রেই ইরানের হাতে বি-২ বিমান ধ্বংসের তথ্য পাওয়া যায়নি। বরং ২৩ জুন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান মিশনে অংশ নেওয়া বি-২ বিমানের পাইলটরা নিরাপদে মিসৌরিতে ফিরে এসেছেন।

একই দিন অ্যাসোসিয়েটেড প্রেস একটি প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া সাতটি বি-২ স্পিরিট বোমারু বিমান হুইটম্যান এয়ার ফোর্স বেসে অবতরণ করেছে। সেই প্রতিবেদনে বিমান অবতরণের ছবি ও ভিডিও-ও প্রকাশ করা হয়।

পরবর্তীতে আলোচিত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটির সঙ্গে আসল বি-২ বিমানের নকশায় কিছু পার্থক্য রয়েছে। এসব অসঙ্গতি সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে দেখা যায়, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি বাস্তব উপাদান হুবহু অনুকরণে প্রায়শই ব্যর্থ হয়।

Comparison: Rumor Scanner. 


বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি ‘সাইটইঞ্জিন’ নামের একটি এআই কনটেন্ট শনাক্তকারী টুলে পরীক্ষা করলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Screenshot: Sightengine. 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি ইরান যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান ধ্বংস করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

ঢাবির কার্জন হলে তরুণ-তরুণীর চুম্বনরত অবস্থার দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে দুজন নারী পুরুষ একে অপরকে চুম্বন করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তরুণ-তরুণীর চুম্বনরত অবস্থার এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো স্থানের নয় বরং, ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, এটি ভারতের উত্তর প্রদেশের একটি ক্যাম্পাসের ভিডিও। 

এই বিষয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস -এর মারাঠি ভাষার সংবাদ ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ জুন ‘Viral news: कॉलेजच्या आवारात लव्हबर्डचं घाणेरडं कृत्य; किसिंग अन् अश्लील कृत्य करतानाचा व्हिडिओ व्हायरल’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নির্দিষ্ট ফ্রেমের সাদৃশ্য লক্ষ্য করা যায়। প্রতিবেদনটিতে ভিডিওটি প্রাথমিকভাবে ভারতের নয়ডার একটি ক্যাম্পাসের ঘটনা বলে উল্লেখ করা হয় । এছাড়াও, প্রতিবেদনে নেটিজেনদের সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ার বরাতে বলা হয়, অনেকে দাবি করেছেন যে এই ভিডিওটি পুরানো। কেউ কেউ বলেছেন যে এই ভিডিওটি এর আগেও ভাইরাল হয়েছিল।

Comarison: Rumor scanner 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতের কান্নাডা ভাষার সংবাদ চ্যানেল ‘TV9 Kannada’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনের দাবি অনুযায়ী, ঘটনাটি ২০২৩ সালে নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল।

এছাড়াও, ভারতের সংবাদ মাধ্যম ‘IBC24’ এর ওয়েবসাইটেও ২০২৩ সালের ২০ মে এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওযা যায়। তবে, প্রতিবেদনটিতে ঘটনাটি নয়ডার একটি পরিচিত বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে বলে উল্লেখ করা হয় এবং শেষে বলা হয়, IBC24 এই ভাইরাল ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পারেনি।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে উক্ত ভিডিও নিয়ে প্রকাশিত আরও কিছু প্রতিবেদন দেখুন – এখানে, এখানে, এখানে

এছাড়া, আলোচিত ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের এমন দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো ক্যাম্পাসের জায়গার ভিডিও নয়।

সুতরাং, ইন্টারনেট থেকে ভারতীয় তরুণ-তরুণীর চুম্বনরত অবস্থার ভিডিও সংগ্রহ করে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে ভারতীয় অভিনেত্রীর সম্পাদিত ছবি প্রচার

0

সম্প্রতি, অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিগুলো দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নাজনীন নাহার নিহার নয়। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে Anjali Tatrari নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ মে প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভারতে বসবাসকারী আন্জেলি টাট্রারি নামের এই নারী একজন অভিনেত্রী।  

অর্থাৎ, মূল ছবিগুলো আন্জেলি টাট্রারি নামের ভিন্ন এক নারীর। 

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আন্জেলি টাট্রারির ছবির ওপর নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র 

ইরানের ওপর হামলার পর যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানের মাধ্যমে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ভিডিওটি ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের দৃশ্য নয়। বরং, এটি ইরানে হামলার পূর্বে গত ১৪ জুন ‘নো কিংস’ নামে একটি আন্দোলনের ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে গত ১৪ জুন ‘Keithroberti’ নামের একটি ইন্সটাগ্রাম প্রোফাইলে হুবহু একই ভিডিও পাওয়া যায়। এছাড়া, ‘Jess Porter’ নামের আরেকটি প্রোফাইলে ১৫ জুন একই ভিডিও পোস্ট করা হয়। পোস্টের বর্ণনা থেকে জানা যায়, এটি গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের দৃশ্য।

Comparison: Rumor Scanner. 

সান দিয়েগোর স্থানীয় টিভি চ্যানেল সিবিএস ৮-এ ১৫ জুন প্রকাশিত একটি ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল পাওয়া গেছে। ভিডিওর শিরোনাম ও বর্ণনা থেকে জানা যায়, ‘নো কিংস’ বার্তা নিয়ে সান দিয়েগোর কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভে ২০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন।

আইনিউজসোর্স নামের একটি পোর্টালের প্রতিবেদন অনুসারে, ১৪ জুন ‘নো কিংস’ নামে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে সান দিয়েগোতে প্রায় ৬০ হাজার মানুষ সমবেত হয়েছিলেন। বিক্ষোভকারীরা অভিবাসন নীতি, মেডিকেডে কাটছাঁট এবং সাংবিধানিক সুরক্ষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

অর্থাৎ, ভিডিওটি ১৪ জুন সান দিয়েগোতে ‘নো কিংস’ আন্দোলনের দৃশ্য, যা ইরানে ২২ জুনের হামলার পূর্বে অনুষ্ঠিত হয়েছে।

সুতরাং, ভিন্ন প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের ভিডিওকে ইরানে হামলার প্রতিবাদে আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

শ্রীলঙ্কার বিপক্ষে মমিনুল হকের একই টেস্ট ম্যাচে দুই সেঞ্চুরির ঘটনাকে আফগানিস্তান ও ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষের দাবিতে প্রচার

গত ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন। এরই প্রেক্ষিতে এর পর গণমাধ্যমে দাবি প্রচার করা হয় যে, এর আগে বাংলাদেশি ক্রিকেটার মমিনুল হক ‘আফগানিস্তান’ এর বিপক্ষে ২০১৮ সালে একবার একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এক ইনিংসে ১৭৬ রানের পর অপর ইনিংসে করেন ১০৫ রান।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: ঢাকা ট্রিবিউন

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়, এর আগে মমিনুল হক ‘ওয়েস্ট ইন্ডিজ’ দলের বিপক্ষে ২০১৮ সালে একবার একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন।

এরূপ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশি ক্রিকেটার মমিনুল হক আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ২০১৮ সালে একবার একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেননি বরং, তিনি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে ক্রিকেট ভিত্তিক প্ল্যাটফর্ম ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে অনুসন্ধান করে মমিনুল হকের ক্যারিয়ারের সব টেস্ট ইনিংসের তালিকা পাওয়া যায়। তালিকাটি থেকে দেখা যায়, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি মমিনুল হক ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন। তিনি এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে ২টি ও ১টি টেস্ট সেঞ্চুরি করেছেন। অর্থাৎ, আফগানিস্তানের বিপক্ষে তার টেস্ট সেঞ্চুরিই মোট ১ টা। তাই একই টেস্টে ২ ইনিংসের দুইটিতেই সেঞ্চুরি করার সুযোগ নেই। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরি দুইটির একটি ২০২১ সালের ৩ থেকে ৭ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচে এসেছে এবং অপরটি ২০১৮ সালের ২২ থেকে ২৬ নভেম্বরে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া (উক্ত ম্যাচটি ২৪ নভেম্বরেই শেষ হয়ে যায়) টেস্ট ম্যাচে এসেছে। অর্থাৎ, দুইটি ভিন্ন টেস্ট ম্যাচ ছিল।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই টেস্ট ম্যাচের দুই ইনিংসেই মমিনুলের সেঞ্চুরির দাবির সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই টেস্ট ম্যাচের দুই ইনিংসেই মমিনুলের সেঞ্চুরির কোনো ঘটনা পাওয়া না গেলেও ক্রিকইনফোর উক্ত তালিকায় শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই মমিনুল হককে সেঞ্চুরি করতে দেখা যায়।

উক্ত তথ্যের সূত্র ধরে ক্রিকেট ভিত্তিক আরেকটি প্ল্যাটফর্ম ক্রিকবাজে উক্ত ম্যাচটির বিষয়ে অনুসন্ধান করলেও দেখা যায়, ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া উক্ত টেস্ট ম্যাচটির দুই ইনিংসেই মমিনুল হক সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। এছাড়াও, সেসময় এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতেও দেখা যায়।

সুতরাং, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসেই মমিনুল হকের সেঞ্চুরির ঘটনাকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ২০১৮ সালে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

ইরানের ইসরায়েলে হামলার নয়, ভিডিওটি গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে ‘এই সেই ইসরাইলের ভয়াবহ হামলার ভিডিও ফুটেজ দেখুন ইরানের এক হামলায় কেঁপে গেল ইসরাইল’ শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের হামলার পর ইসরায়েলের দৃশ্যের নয় বরং, মধ্য গাজার নেতজারিম করিডর এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Omar Nihad নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১২ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘Thousands of hungry people are flowing into Netsarim now waiting for flour’। ওই ব্যক্তির অ্যাকাউন্টে একই দিনে প্রকাশিত একটি পোস্টে ওই স্থানের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। 

এসব তথ্যের সূত্র ধরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইংরেজি সংস্করণের ইউটিউব চ্যানেলে গত ১২ জুন ‘Thousands of Palestinians endure hardship waiting for aid in Gaza’s Netzarim Corridor’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ফিলিস্তিনিদের দীর্ঘ যাত্রা শেষে মধ্য গাজার নেতজারিম করিডর এলাকায় ত্রাণের ময়দার ট্রাকের জন্য অপেক্ষা করার দৃশ্য এটি। এসময় ঠান্ডা আবহাওয়ার কারণে উষ্ণতার জন্য তারা আগুন জ্বালায়। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের নয়।

সুতরাং, ইরান কর্তৃক ইসরায়েলে হামলার ভিডিও দাবিতে গাজার নেতজারিম করিডর এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমান মানুষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন সংক্রান্ত দাবিটি ভুয়া

0

সম্প্রতি দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। এরই প্রেক্ষিতে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ আক্রান্ত মৃতদেহের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) সম্পন্ন করেছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানে

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে। 

একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ আক্রান্ত মৃতদেহের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) সম্পন্ন করেছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ২০২০ সাল থেকেই দাবিটি বিভিন্ন দেশের নাম জড়িয়ে প্রচার হয়ে আসছে। সিঙ্গাপুর সরকারও একাধিকবার দাবিটি ভুয়া বলে জানিয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাতের খোঁজে কিওয়ার্ড সার্চ করলে ফেসবুকে ২০২১ সালেও একই দাবির পোস্টের অস্তিত্ব মেলে৷  

সে সময় দাবিটি বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সে বছরের ০৭ জুন সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনলাইনে ছড়ানো এসব তথ্য ভুয়া। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো কোভিড লাশের ময়নাতদন্ত করেনি এবং এটি কোনো ভাইরাস নয় এমন কথাও বলেনি।

দাবিটি নিয়ে আরো অনুসন্ধানে ২০২০ সালেও একই দাবি ইতালির নাম যুক্ত করে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

এদিকে সম্প্রতি দাবিটি আবার সিঙ্গাপুরের নাম যুক্ত করে প্রচারের প্রেক্ষিতে দেশটির  স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৩ জুন প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় একই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে প্রথম দাবিটি ছড়িয়েছিল যা সম্পূর্ণ ভুয়া। এমন কোনো ঘটনা সিঙ্গাপুরে ঘটেনি।

সুতরাং, প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুরের কোভিড-১৯ আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

যুব মহিলা দল নামে সংগঠনই নেই, ভিন্ন নারীর এডাল্ট ভিডিও দিয়ে বিএনপির নামে অপপ্রচার

সম্প্রতি, ‘ধানমন্ডির যুব মহিলা দলের প্রচার সম্পাদক শায়লা শারমিন চৌধুরীর শরীর প্রচার করা দেখুন’ ক্যাপশনে এক নারীর একটি এডাল্ট ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুব মহিলা দল নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অনুমোদিত কোনো অঙ্গ কিংবা সহযোগী সংগঠনই নেই। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে এক ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Aabha Paul’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ২ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে অ্যাকাউন্টটি থেকে এমন আরও ভিডিও প্রচার করতে দেখা যায়। এমন কিছু ভিডিও দেখুন – এখানেএখানে, এখানে। জানা যায়, আভা পাল ভারতীয় অভিনেত্রী এবং মডেল। অ্যাকাউন্টটিতে লোকেশন হিসেবে ভারতের নাম উল্লেখ রয়েছে।

দাবিকৃত যুব মহিলা দলের ধানমন্ডি শাখার প্রচার সম্পাদকের পরিচয় খোঁজ করতে গিয়ে রিউমর স্ক্যানার টিম বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে কথা বলে। তিনি জানান, যুব মহিলা দল নামে বিএনপির কোনো সংগঠনই নেই।

পরবর্তীতে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দলটির ৯ টি সহযোগী ও ২ টি অঙ্গ সংগঠনের নাম পাওয়া যায়। ১১ টির সংগঠনের মধ্যে যুব মহিলা দল নামে কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি।

সহযোগী সংগঠনগুলো হল- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

অঙ্গসংগঠনগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ২৪ এর ওয়েবসাইটে “নিপুণ-রুমার নেতৃত্বে যুব মহিলা দল!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, “অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমাকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী যুব মহিলা দল গঠনের খসড়া কাজ চলছে।” তবে এই প্রতিবেদনের পরবর্তী সময়ে এই কথিত কমিটি গঠনের বিষয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

জাগো নিউজ২৪ এর প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০১৫ সালের মাঝামাঝিতে সানজানা চৈতী পপিকে সভাপতি ও লায়ন হাসিনা মোর্শেদ কাকলীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব মহিলা দল গঠনের উদ্যোগ নেয়া হয়। তবে তৎকালীন মহিলা দলের এক প্রভাবশালীর নেত্রীর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

সুতরাং, ইন্টারনেট থেকে ভারতীয় নারীর ভিডিও সংগ্রহ করে কথিত যুব মহিলা দলের ধানমন্ডি শাখার প্রচার সম্পাদকের এডাল্ট ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

মিরপুরে মেট্রোরেল দুর্ঘটনা দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ভয়াবহ দুর্ঘটনা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওতে মেট্রোরেলের একটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাচ্ছে- এমন একটি দৃশ্য প্রদর্শিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই ভিডিও এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ৫৬ লক্ষবার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ১ হাজার ৭ শতবার।

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মিরপুরে মেট্রোরেলের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের নিচের সড়কে পড়ে যাওয়ার দৃশ্যটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এর কয়েকটি কী-ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে the.worldai ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৩ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে এটির হুবহু মিল রয়েছে। তবে উক্ত ভিডিওটিকে মিরর করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওর শিরোনামে ব্যবহৃত হ্যাশট্যাগ থেকে জানা যায় এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে the.worldai নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে জানা যায়, অ্যাকাউন্টটিতে এআই প্রযুক্তির সহায়তায় কনটেন্ট তৈরি করে প্রচার করা হয়।

এমন কিছু ভিডিও দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

এছাড়াও সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরে মেট্রোরেলে এমন কোনো দুর্ঘটনার তথ্য গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে মিরপুরে মেট্রোরেলের বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের সড়কের নিচে পড়ে যাওয়ার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • the.worldai Instagram Account Post
  • Rumor Scanner’s Analysis