শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি হাতে ধানমন্ডি ৩২ এ শতবর্ষী জননী দাবিতে কলকাতার ছবি প্রচার 

সাম্প্রতিক সময়ে ১৫ আগস্ট ঘিরে এক বৃদ্ধার মোমবাতি হাতে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার দৃশ্য দাবিতে দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো এক বৃদ্ধার মোমবাতি হাতে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার কিংবা বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি কলকাতায় চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মায়া রাণী চক্রবর্তী নামের এক বৃদ্ধার মিছিলে যোগ দেওয়ার সময়কার ছবি। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Arpita Chakraborty নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়। পোস্টদাতা উক্ত পোস্টের বিস্তারিত অংশে ঐ বৃদ্ধা নারীকে নিজের ঠাকুরমা (দাদি/নানি) বলে পরিচয় দেন। ফেসবুক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটির মালিক একজন ভারতীয়। 

উল্লেখ্য, ২০২৪ সালে ১৫ আগস্ট ঘিরে একই দাবিতে ছবিগুলো প্রচার করা হয়েছিলো। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img