মোমবাতি হাতে বৃদ্ধার ধানমন্ডি ৩২ যাওয়ার দৃশ্য দাবিতে কলকাতার ছবি প্রচার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ০৮ আগস্ট দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ আগস্ট এর জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের সাধারণ জনগন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান। জয়ের এই আহ্বানকে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র দাবি করে ১৫ আগস্ট রাজপথে থাকার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৪ আগস্ট রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে একদল যুবক কর্তৃক হামলার শিকার হন অভিনেত্রী রোকেয়া পাচী। পরদিন ১৫ আগস্টও ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বেশ কয়েক ব্যক্তিকে মারধর করা হয়। এরই প্রেক্ষিতে, এক বৃদ্ধার মোমবাতি হাতে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার দৃশ্য দাবিতে দুইটি ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে। 

বৃদ্ধার ধানমন্ডি ৩২

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ধানমন্ডি ৩২ নম্বর বা বাংলাদেশের নয় বরং ছবিটি কলকাতায় চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মায়া রাণী চক্রবর্তী নামের এক বৃদ্ধার মিছিলে যোগ দেওয়ার সময়কার ছবি।

অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চ করে Arpita Chakraborty নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে আলোচিত ছবিগুলো (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। পোস্টদাতা উক্ত পোস্টের বিস্তারিত অংশে ঐ বৃদ্ধা নারীকে নিজের ঠাকুরমা বলে পরিচয় দেন। ফেসবুক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটির মালিক একজন ভারতীয়।

Screenshot collage: Rumor Scanner

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওয়েবসাইটে ১৭ আগস্ট (আজ) প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের ফিচারে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবির ছবির হুবহু মিল পাওয়া যায়।

উক্ত সংবাদ থেকে জানা যায়, ছবিটি ভারতের কলকাতায় তোলা। ছবির ৯০ বছর বয়সী বৃদ্ধার নাম মায়া রাণী চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অংশ নিতে তিনি ০৩ কিলোমিটার পথ হেঁটেছেন। 

সুতরাং, ঢাকায় ধানমন্ডি ৩২ এ এক বৃদ্ধার  বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার দৃশ্য দাবিতে ভারতে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ মিছিলে বৃদ্ধার যাত্রার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img