এটি হযরত আদম (আঃ) এর কবর মোবারকের ছবি নয় 

সম্প্রতি ‘হযরত আদম (আঃ) এর কবর মোবারক’ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

আদম (আঃ) এর কবর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি হযরত আদম (আঃ) কবর মোবারকের নয়। প্রকৃতপক্ষে ওমানে অবস্থিত হযরত ইমরান এর কবর মোবারকের ছবিকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে Malik Naveed Awan নামের এক্স একাউন্টে (সাবেক টুইটার) ২০১৭ সালের ১১ মার্চে “Nabi Imran A.S tomb” শিরোনামে প্রকাশিত একটি টুইট থেকে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতিতে গুগল ম্যাপস-এ কবরটির অবস্থান নিশ্চিতের পাশাপাশি ট্রাভেল কোম্পানি ‘ট্রিপ এডভাইজর’ এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। 

মূলত, আলোচিত কবরটি হযরত ইমরান এর যেটি ওমানের সালালাহ শহরে অবস্থিত। সাম্প্রতিক সময়ে হযরত ইমরান এর কবর মোবারকের আলোচিত ছবিকেই হযরত আদম (আঃ) এর কবর মোবারক দাবিতে ইন্টানেটে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও একই ছবিটি হযরত আদম (আঃ) এর কবর মোবারক দাবি করা হলে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img