ইসরায়েলের গ্যাস ফিল্ডের নয়, ভিডিওটি যুক্তরাষ্ট্রে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার

সম্প্রতি, “ইসরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে” শীর্ষক শিরোনামে একটি অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

গ্যাস

টিকটকে প্রচারিত এরূপ কিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েলের গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডের নয় বরং এটি ২০১১ সালের যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের একটি ভিডিও।

মূলত, ২০১১ সালের ৩ অক্টোবর টেক্সাসের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজকে সম্প্রতি ইসরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের  ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও ইসরায়েলের গ্যাস ফিল্ডে ভূমিকম্পের ভিডিও দাবিতে আলোচিত ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img