শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

Fact Check: রাসায়নিক কারখানায় আগুনের ঘটনাটি টেক্সাসের, ইসরায়েলের নয়

সম্প্রতি “ইজরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, আল্লাহর গজব!” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

ভাইরাল এমন সকল ভিডিও দেখুন এখানে

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বেশ পুরোনো এবং ইসরায়েলের নয়। ২০১১ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ড্যালাস শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তৎকালীন সময়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। রয়টার্সের “Hundreds evacuated after Texas chemical plant fire” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

এছাড়াও CNN এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

প্রায় দশ বছর পূর্বে টেক্সাস রাজ্যের ডালাস শহরে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকেই বর্তমানে ইসরায়েলের গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড দাবীতে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, ইজরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড দাবীতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইজরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img