সম্প্রতি, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ও সংঘাতের ঘটনাপ্রবাহের মধ্যে “মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়” শীর্ষক স্লোগান যুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।” শীর্ষক স্লোগান যুক্ত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ইরাকের সামাওয়া শহরে অনুষ্ঠিত মহররমের শোক মিছিলের একটি ভিডিওতে ছাত্রলীগের স্লোগান যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
মূলত, ইরাকের সামাওয়া শহরে অনুষ্ঠিত মহররমের শোক মিছিলের একটি ভিডিও দীর্ঘদিন ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। সম্প্রতি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মহররমের সেই শোক মিছিলের ভিডিওতে থাকা ‘ইয়া আব্বাস, ইয়া আব্বাস’ শীর্ষক স্লোগান কাট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের দেওয়া “মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।” শীর্ষক স্লোগান যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।