ভারতীয় হওয়ায় বহু পুলিশ চাকুরিতে যোগ দেয়নি দাবিতে প্রথম আলো সংবাদ প্রকাশ করেনি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের পর বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন বেশ কিছু দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির বেশির ভাগই মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে স্ব-স্ব কর্মস্থলে ফেরেন। এরই প্রেক্ষিতে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে প্রথম আলোকে সূত্র দেখিয়ে দাবি করা হয়েছে, “বহু পুলিশ চাকুরিতে যোগদান করেননি, কারণ তারা ছিল ভারতীয় নাগরিক।”

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বহু পুলিশ চাকুরিতে যোগদান করেননি, কারণ তারা ছিল ভারতীয় নাগরিক দাবিতে প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করেনি বরং প্রথম আলোর নামে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। 

মূলত, গত ২০ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলোর বরাত দিয়ে দাবি করা হয়, বহু পুলিশ সদস্য ভারতীয় নাগরিক হওয়ায় তারা চাকুরীতে যোগদান করেননি। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে বা তথ্যে প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করেনি। এছাড়া সেসময় প্রথম আলোর পক্ষ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করে জানানো হয়, প্রথম আলোর নাম ব্যবহার করে ছড়ানো আলোচিত তথ্যটি ভুয়া। 

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের দেওয়া এক বার্তায় বলা হয়, ১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ পুলিশের মোট ১৮৭ সদস্য কর্মস্থলে যোগ দেননি। তবে এসব পুলিশ সদস্যের কাজে যোগদান না করার কারণ হিসেবে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য প্রদান করা হয়নি.

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img