রোগাক্রান্ত শিশুর ফাবিহার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দাবিতে প্রতারণা

- Advertisement -

সম্প্রতি, “দয়া করে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে। ছোট্ট ফাবিহাকে বাচাতে এগিয়ে আসুন।” শীর্ষক শিরোনামে কিছু ছবি সম্বলিত একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফাবিহা নামে প্রচারিত আর্থিক সহায়তার আবেদনটি সত্য হলেও এতে উল্লিখিত বিকাশ ও নগদ নাম্বারগুলো ফাবিহার চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রকৃত নাম্বার নয় বরং ফাবিহার জন্য সহায়তা পাঠানোর মূল বিকাশ ও নগদ নাম্বারগুলো পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে সাম্প্রতিক পোস্টে নতুন বিকাশ ও নগদ নাম্বার সংযুক্ত করা হয়েছে।

মূলত, ফিহানুর রহমান ও লুৎফা মনি দম্পতির শিশু কন্যা ফাবিহা। ফাবিহা লিভার সমস্যা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে সর্বশেষ বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি ছিলো এবং তার লিভার প্রতিস্থাপন অপারেশনের জন্য ৭০-৮০ লাখ টাকার প্রয়োজন ছিল যা বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব ছিলো না। এজন্যই তারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের কন্যা ফাবিহার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেছিলেন।

২০২১ সালের ২০ সেপ্টেম্বরে ফাবিহার চিকিৎসার আর্থিক সহায়তা সংগ্রহের ফেসবুক পেজ হতে ফাবিহার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন উল্লেখ করে মানবিক সাহায্যের আবেদন জানিয়ে ফাবিহার বাবা ও মায়ের বিকাশ ও নগদ নাম্বারসহ একটি পোস্ট করা হয়। এরপরই ফাবিহার জন্য মানবিক সাহায্যের আবেদনের পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ফাবিহার চিকিৎসার তথ্য ও ছবি ব্যবহার করে কেবলমাত্র বিকাশ ও নগদ নাম্বার পরিবর্তন করে কিছু ফেসবুক আইডি ও পেজ হতে ভিন্ন ভিন্ন পোস্ট প্রচার করা হয়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ফাবিহার আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ ও নগদ (01763387395) নাম্বারে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

  • আরও দেখুন:
  • SCAM

আরও পড়ুন

spot_img