জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ জুলাই ময়মনসিংহে গণজমায়েত করে দলটি। এর প্রেক্ষিতে সম্প্রতি, গোপালগঞ্চের মত ময়মনসিংহেও তারা স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনসিপির নেতাকর্মীদের হামলার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি ময়মনসিংহের নয়। বরং, গোপালগঞ্জে হামলা শিকার এনসিপি নেতাকর্মীদের সুরক্ষার জন্যে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ময়মনসিংহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে BANGLA STATION নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৬ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, এটি গত ১৬ জুলাই গোপালগঞ্জের চিত্র। সেদিন এনসিপির কর্মসূচি ঘিরে তৈরি হওয়া গণপ্রতিরোধে পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসনাত আবদুল্লাহসহ বাকি নেতাকর্মীদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ভিডিওটি সেই মুহুর্তে ধারণ করা। এছাড়াও ভিডিওটিতেও গণমাধ্যম কর্মীকে একই কথা বলতে শোনা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে সমাবেশ শেষে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি বহরে হামলার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে মূল লাইভ ভিডিওটি পাওয়া না গেলেও একই সময় পুলিশ সুপারের কার্যালয়ের গেটের বাইরে থেকে চ্যানেল ২৪-এর সরাসরি সম্প্রচারকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় ভিডিওতেই হাসনাত আবদুল্লাহকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পর গেটের বাইরে MUFI 60 লেখা জার্সি পরিহিত ব্যক্তি ও টুপি-পাঞ্জাবি পরিহিত একজন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ময়মনসিংহের কোনো ঘটনার নয়, বরং ১৬ জুলাই গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ময়মনসিংহের টাউন হল মাঠে অনুষ্ঠিত এনসিপির গণজমায়েত কর্মসূতিতে বক্তব্য প্রদানের পর অসুস্থ হয়ে পরেন হাসনাত আবদুল্লাহ। পরবর্তীতে তিনি নেক্সাস নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
সুতরাং, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হওয়া হামলার ঘটনায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ভিডিওকে পুনরায় ময়মনসিংহে তাদের ওপর হামলা হওয়ার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BANGLA STATION: হাসনাত সারজিস পালিয়ে আশ্রয় নিল এসপি কার্যালয়ে
- Bdnews24: হামলার শিকার এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে
- Channel 24: হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিল এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকরা | Gopalganj | NCP
- Rumor Scanner’s Analysis