সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১২ লক্ষ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কর্তৃক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের নির্দেশ দেওয়া সংক্রান্ত কোনো ঘটনা ঘটে নি বরং, ভিন্ন ঘটনার ভিডিওর অডিও অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম বাংলা ভিশনের লোগোর সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ জুলাই ‘সন্ধ্যা ৭:৩০ টার বাংলাভিশন সংবাদ | ১২ জুলাই ২০২৫’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ২২ মিনিট ০০ সেকেন্ড অংশ থেকে ২২ মিনিট ১৭ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটিতে সংবাদ পাঠিকাকে “যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয়ে এখননো অমীমাংসিত রয়ে গেছে। এদিকে তৈরি পোশাক মালিকদের আশা শেষ পর্যন্ত ট্রাম্প ঘোষিত মার্কিন শুল্ক কমবে। আর শুল্ক কতটা কমানো যাবে তা নির্ভর করছে সফল দর কষাকষির ওপর।” বলতে শোনা গেলেও আলোচিত ভিডিওতে থাকা “ ড. ইউনূসকে গ্রেফতার করে জেলে ঢোকানোর নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যায়িত করে এনসিপির হুঁশিয়ারি। ইশরাককে শপথ পড়াতে বাধা নেই।” শুনতে পাওয়া যায় নি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অডিও অংশটি সম্পাদিত।
এছাড়া অন্যান্য গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ না করলে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
Bangla Vision – সন্ধ্যা ৭:৩০ টার বাংলাভিশন সংবাদ | ১২ জুলাই ২০২৫ |