সরকার একটি লাভজনক বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে দাবিতে ড. আলী রীয়াজের নামে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, “New Project for Bangladeshi Citizens” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে যেখানে একজন নাগরিক প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা আয় করতে পারবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। এছাড়া ভিডিওটিতে আরো দাবি করা হয়েছে, মাত্র ৩০৫০০ টাকা বিনিয়োগ করলেই মাসে প্রায় ১২ কোটি টাকা আয় করার নিশ্চয়তা রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে এবং সেখানে ৩০৫০০ টাকা বিনিয়োগ করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করা যাবে- শীর্ষক দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, সংস্কার প্রসঙ্গে দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম এখন টিভিতে দেওয়া অধ্যাপক ড. আলী রীয়াজের একটি সাক্ষাৎকারের ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 


এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে দেশীয় ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘এখন টিভি’ এর ইউটিউব চ্যানেলে গত ০৯ জুন তারিখে “সংস্কারের ভেতরের প্রশ্ন নিয়ে মুখোমুখি ড. আলী রীয়াজ” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

৮ মিনিট ৩৪ সেকেন্ড সময়ের উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর ভিজুয়াল সাদৃশ্যতা থাকলেও অডিওর (ভয়েস) সঙ্গে অসঙ্গতি লক্ষ্য করা যায়। উক্ত সাক্ষাৎকারে ড. আলী রীয়াজকে এরূপ বিনিয়োগ উদ্যোগের বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ড. আলী রীয়াজের কন্ঠস্বর, ঠোঁটের অস্বাভাবিক নড়াচড়া এবং স্বাভাবিক উপস্থাপনে কিছুটা অমিল দেখতে পাওয়া যায়, যেটা আসল সাক্ষাৎকারে পরিলক্ষিত হয়নি। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে অনুসন্ধানেও সরকারের এরূপ বিনিয়োগ উদ্যোগের বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

বিষয়টি অধিকতর নিশ্চিত হতে ভিডিওটি ‘ডিপফেক-ও-মিটার’ টুলে পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির তিনটি পৃথক মডেল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনায় ৯৫ শতাংশের বেশি স্কোর দিয়েছে। এর মধ্যে ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

সুতরাং, এআই দিয়ে তৈরি করা ড. আলী রীয়াজের সাক্ষাৎকারের ভিডিওকে সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img