সমাবেশে ভাড়াটে কর্মী নিয়ে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম বিকৃত করে প্রচার

সম্প্রতি, দেশীয় মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের ই-প্রিন্ট সংস্করণের আদলে ‘বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক শিরোনাম সম্বলিত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ভাড়াটে কর্মী

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মীর রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক দাবিতে দেশ রূপান্তরে কোনো সংবাদ প্রকাশিত হয়নি বরং ‘সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদের শিরোনাম বিকৃত করে উক্ত সংবাদটি প্রচার করা হচ্ছে।

Comparison of headline: Rumor Scanner

মূলত, দেশের মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের ওয়েবসাইট ও প্রিন্ট সংস্করণে গত ৪ আগস্ট ‘সভা সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের শিরোনামটিকে বিকৃত করে ‘বিএনপির সমাবেশে ভাড়াটে কর্মী রেট পুরুষ ৪০০ নারী ৬০০” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img