ফেসবুকে আপলোডকৃত ছবি ব্যবহার নিয়ে মেটা কিংবা ফেসবুক নতুন কোনো নিয়ম চালু করেনি 

গত কয়েক বছর ধরে ‘নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে। সম্প্রতি, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ও সংঘাতের ঘটনাপ্রবাহের মধ্যে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার প্রচার করা হয়েছে।

ফেসবুকে আপলোডকৃত

দাবি করা হচ্ছে, “নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যা‌বেন না, আজ শেষ দিন! তাই একটা কাজ ক‌রে রাখুন। এটি আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে; আপনি যা কিছু পোস্ট করেছেন – এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন,পরে আফসোস করার চেয়ে ভালো হ‌বে।ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮… আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি…আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোন সময়েই। এই পোস্টেটি কপি করে আপনার নি‌জের পে‌জে পোস্ট করে রাখুন এবং ঘোষণা দিন যে, আপনি ফেসবুক/মেটা-কে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য অন্য কোথাও শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, বন্ধু-বান্ধব, ফোন নম্বর, ই‌মেইল এ‌ড্রেস, ব‌্যক্তিগত কোন তথ‌্য বা পোস্ট এ সবের কোন কিছুই আমার লিখিত অনুমতি ছাড়া ভিন্নরূপে ব্যবহার করা যাবে না। একমত পোষণ করছি এবং আমার ব্যক্তিগত সমস্ত তথ্য আমার অনুমতি ছাড়া অন্যকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি। কেউ আমার ছবি, তথ্য বা ফেইসবুকে প্রদত্ত পোস্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে আপলোডকৃত ছবি ব্যবহার নিয়ে মেটা নতুন কোনো নিয়ম চালু করেনি বরং কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ফেসবুকের প্রাইভেসি পলিসি পরিবর্তনের বিষয়টি প্রচার করা হচ্ছে।

মূলত, সম্প্রতি ছবি ব্যবহার সংক্রান্ত নতুন ফেসবুক/মেটা নিয়ম চালুর মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ছবি ব্যবহার করতে পারবে শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। ফেসবুক কর্তৃপক্ষ তার গ্রাহকদের ছবি ব্যবহার করতে পারবে দাবিতে প্রচারিত তথ্যটির সঙ্গে ফেসবুকের টার্মস অব সার্ভিসের কোনো প্রাসঙ্গিকতা নেই। এছাড়া একই ধরণের দাবি ২০১২ সালেও ছড়িয়ে পড়লে ফেসবুক কর্তৃপক্ষ সে সময় বিবৃতি দিয়ে বিষয়টিকে গুজব হিসেবে চিহ্নিত করেছিল।

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন  (,) প্রকাশ করে রিউমর স্ক্যানার।

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img