গেল ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ এ মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ভিন্ন ঘটনার

গত ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির সামনে মিছিল শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে মিছিলকারীদের আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কোনো মিছিলের নয়। বরং, এটি আওয়ামীলীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের ১৮ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের মিছিলের ভিডিও। 

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মিছিলে থাকা ব্যানারে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ লেখা দেখতে পাওয়া যায়।

প্রপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফেসবুক পেজে ২০২৩ সালের ১৮ জুলাই ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।‌’ শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিওে খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে দেখানো মিছিলে থাকা ব্যানার এবং মিছিলের সামনে থাকা কিছু লোকজনের পোশাকের সাথে আলোচিত ভিডিওটির মিছিলের ব্যানার এবং কিছু লোকজনের পোশাকের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison : Rumor Scanner

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফেসবুক পেজে পাওয়া ভিডিওর ঘটনার ভিন্ন একটি ভিডিও বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে, যুবলীগের পেজটি পর্যবেক্ষণ করে সেই সময় একই দাবিতে প্রচারিত কিছু ছবিতেও আলোচিত ভিডিওর সমানের সারিতে থাকা কিছু ব্যক্তিদের দেখতে পাওয়া যায়।

এছাড়াও, ‘R Media Center’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ জুলাই ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ শিরোনামে একই ঘটনার ভিন্ন একটি ভিডিও প্রচার করতে দেখা যায়।

অর্থাৎ, প্রচারিত মিছিলের ভিডিওটি গত ১৪ আগস্ট কিংবা সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০২৩ সালের জুলাই মাসের মিছিলের ভিডিওকে গেল ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এ মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img