সম্প্রতি ‘এটাকে বলে মেরুদণ্ড। স্পেডকে চোখে চোখ রেখে স্পেড বলতে পারা! যারা দেশে ইউনূস রেজিম দ্বারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগোষ্ঠী আওয়ামী লীগের উপর চলমান গণহত্যার বিরুদ্ধে দাঁড়ালেন, স্যালুট।’ ক্যাপশনে ‘গণহত্যার বিচার চাই | গায়েবী মামলা-গ্রেফতার ও নির্যাতন বন্ধ কর | আইনজীবী সমাজ’ লিখিত ব্যানারে একটি মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধনের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ‘আইনজীবী সমাজ’-এর ব্যানারে একটি মানববন্ধনের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুলাই ‘আন্দোলনে গুলি চালিয়ে সরকার ফৌজদারি অপরাধ করেছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

প্রতিবেদনের ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে ‘গণহত্যার বিচার চাই | গায়েবী মামলা-গ্রেফতার ও নির্যাতন বন্ধ কর | আইনজীবী সমাজ’ লিখিত ব্যানার হাতে আইনজীবী জেড আই পান্না, জ্যোতির্ময় বড়ুয়া, সারা হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন। অন্যদিকে, প্রচারিত ছবিটিতে একই ব্যানার হাতে আইনজীবী জেড আই পান্না, জ্যোতির্ময় বড়ুয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতি রয়েছে এবং উভয় ছবির পশ্চাৎপট ও অন্যান্য পারিপার্শ্বিকতার মিল রয়েছে৷
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় গুলি চালিয়ে ফৌজদারি অপরাধ করা হয়েছে এবং এর বিচার হওয়া উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এই দাবিতে সে বছরের ২৮ জুলাই ‘আইনজীবী সমাজ’-এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যার বিচার চাই, গায়েবি মামলা-গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করো’। উক্ত মানববন্ধনে আইনজীবী জেড আই পান্না, জ্যোতির্ময় বড়ুয়া, সারা হোসেন, তোবারক হোসেনসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ বিষয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুলাই ‘আন্দোলনে গুলি চালিয়ে সরকার ফৌজদারি অপরাধ করেছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়।
এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ জুলাই ‘ফৌজদারি অপরাধ করা হয়েছে মানুষের সঙ্গে, বিচার হওয়া উচিত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ঘটনার একটি ভিন্ন ফ্রেম থেকে ধারণকৃত ছবি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধনের ছবি দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধনের পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- কালের কণ্ঠ – আন্দোলনে গুলি চালিয়ে সরকার ফৌজদারি অপরাধ করেছে
- Dhaka Post – আন্দোলনে গুলি চালিয়ে সরকার ফৌজদারি অপরাধ করেছে
- প্রথম আলো – ফৌজদারি অপরাধ করা হয়েছে মানুষের সঙ্গে, বিচার হওয়া উচিত