সম্প্রতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনের পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্থান অর্জন করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের লন্ডনের পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হওয়ার দাবিটি ভিত্তিহীন।
অনুসন্ধানে, ‘লন্ডন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়’ নামে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা লন্ডনে কোনো পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০২১ সালের ১৩ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজে (Zaima Rahman) কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই ‘জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয়ক পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হয়েছেন’ শীর্ষক তথ্যটি প্রথম প্রচার করা হয়। যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টিকেই কিছুটা বিকৃত করে জাইমা রহমান লন্ডনের পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে ১ম স্থান অর্জন করেছেন দাবিতে প্রচার করা হয়। তবে লন্ডন বা অন্য কোনো দেশে এই নামে কোনো বিশ্ববিদ্যালয়ই নেই।
উল্লেখ্য, পূর্বেও জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক পরীক্ষায় বিশ্বে প্রথম হওয়ার একটি দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।