গাছের ছায়া ঢাকা এই রাস্তাটি মদিনা শরীফের রাস্তা নয়

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “এটাই আমার প্রিয় নবীর দেশ মদিনা শরীফের একটি রাস্তা” উল্লেখ করে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।  

গাছের ছায়া

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি মদিনা শরীফ তথা সৌদি আরবের কোন স্থানের নয় বরং এটি অস্ট্রেলিয়ার বারোসার সেপেল্টসফিল্ড রোডের ছবি।

মূলত, আলোচিত ছবির স্থানটি বারোসার সেপেল্টসফিল্ড রোড যা অস্ট্রেলিয়াতে অবস্থিত। সেপেল্টসফিল্ড নামের রাস্তাটির দুই পাশে সারিবদ্ধভাবে তালগাছ রয়েছে যা দেখতে অনেকটা মক্কা-মদিনার রাস্তার মতো।  অস্ট্রেলিয়ার এই রাস্তার ছবিই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দেশের রাস্তা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img