সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে এই মুসলিম বোনটির মুখ সেলাই করে দিয়েছে হিন্দু সম্প্রদায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিটি ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে মুখ সেলাই করে দেওয়ার ছবি নয় বরং এটি একজন মেকাপ আর্টিস্টের মেকাপ করা ছবি।
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, Stevie Calabrese নামের একজন স্পেশাল ইফেক্টস মেকাপ আর্টিস্টের মেকাপ করা একটি ছবিকে ‘ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে হিন্দু সম্প্রদায় কর্তৃক এক মুসলিম মেয়ের মুখ সেলাই করে দেওয়ার ছবি’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত কয়েক বছর যাবৎ প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, পূর্বেও প্রায় একইরকম দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।