যা দাবি করা হচ্ছে
সম্প্রতি “ব্রেকিং নিউজ। স্বপ্নের ডিবি লটারি ২০২২ এ আবারও আবেদন শুরু, ১৯-৪০ বছর বয়সী ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবে।” শীর্ষক শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে অর্থাৎ ২০২২-এ ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে না এবং ২০১২ সাল থেকেই বাংলাদেশিরা ডিভি কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে।
মূলত, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি ডিভি ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। ফলে ২০১২ সাল থেকে ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসীদের হার কম তাদের এই কর্মসূচীর আওতাভুক্ত করা হয়। তবে অভিবাসীদের হার তুলনামূলক বেশি হয়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৯ টি দেশকে ডিভি কর্মসূচী থেকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। ফলে ২০১২ সালেই বাংলাদেশ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারায়।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
ডিভি লটারিতে পুনরায় বাংলাদেশিদের আবেদন চালু দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া