সম্প্রতি “ব্রেকিং নিউজ। স্বপ্নের ডিবি লটারি ২০২২ এ আবারও আবেদন শুরু, ১৯-৪০ বছর বয়সী ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবে।” শীর্ষক শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে অর্থাৎ ২০২২-এর ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচিতে বাংলাদেশিরা অংশগ্রহণ করতে পারবে না। প্রকৃতপক্ষে, ২০১২ সাল থেকে বাংলাদেশিরা ডিভি কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে ‘ডাইভারসিটি ভিসা (ডিভি)’ শীর্ষক শিরোনামে একটি প্রবন্ধ খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট Travel State-এ ডাইভার্সিটি ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রামের একটি নির্দেশিকা খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি ডিভি ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। ফলে ২০১২ সাল থেকে বাংলাদেশ ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারায়। মূলত যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসীদের হার কম তাদের এই কর্মসূচীর আওতাভুক্ত করা হয়। তবে অভিবাসীদের হার তুলনামূলক বেশি হয়ে যাওয়ায় বাংলাদেশসহ ১৯ টি দেশকে ডিভি কর্মসূচী থেকে অযোগ্য বলে ঘোষণা করা হয়।
তাছাড়া, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে ডিভি ভিসা সম্পর্কিত সতর্কবার্তায় বলা হয়েছে,
“ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক ও অধিবাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের জন্য ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা আবার মনে করিয়ে দেয়। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নিয়মিতভাবে ভিসা যোগাড় করে দেওয়া বিষয়ক প্রতারণামূলক সহায়তার প্রস্তাব, ই-মেইল, চিঠি, ওয়েবসাইট, ফোন কল, এসএমএস এবং পত্রিকায় ছাপা বিজ্ঞাপনের বিষয়গুলো পর্যবেক্ষণ করে থাকে। এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যুক্ত নয় এবং এমন কোন সেবা দেওয়ার জন্য দূতাবাস তাদের অনুমোদন, সনদ বা অনুমতি দেয়নি।
প্রতারণার শিকার হবেন না।”
তাছাড়া, সাম্প্রতিক সময়ে প্রচারিত ডিভি লটারিতে আবেদনের বিজ্ঞপ্তি গুলোতে ব্যবহৃত আবেদন ফর্মটি ডিভি ভিসার সংক্রান্ত আবেদনের ফরম নয়। এটি বাংলাদেশের ‘মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফর্ম‘ এর একটি স্ক্রিনশট।
আরো পড়ুনঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের উদ্বেগ প্রকাশের ভিডিওটি ৮ বছর পুরোনো
উল্লেখ্য, ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি মূলত একটি কর্মসূচী যার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র লটারির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিয়ে থাকে।(৬)
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে ডিভি লটারি ২০২২ এ আবারও আবেদন শুরু এবং ১৯ থেকে ৪০ বছর বয়সী ছাত্র/ছাত্রী আবেদন করতে পারবে দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: স্বপ্নের ডিবি লটারি ২০২২ এ আবারও আবেদন শুরু
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- US embassy: https://bd.usembassy.gov/bn/visas-bn/immigrant-visas-bn/diversity-visa-bn/
- State.gov: https://travel.state.gov/content/dam/visas/Diversity-Visa/DV-Instructions-Translations/DV-2022-Instructions-Translations/DV-2022-Instructions-English.pdf
- MRP Passport form: http://www.passport.gov.bd/Reports/MRP_Application_Form[Hard%20Copy].pdf
- DV: https://dvprogram.state.gov/