সম্প্রতি, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, পাখি সদৃশ ইগ্রেট ফুলের ছবি দাবিতে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিগুলো অর্কিড জাতীয় ইগ্রেট ফুলের নয়। ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় তৈরি করা হয়েছে।
মূলত, ইগ্রেট ফুলের ছবি দাবিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাখি সদৃশ একটি ফুলের ছবি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফুলের ছবির সাথে অর্কিড জাতীয় ইগ্রিট ফুলের গঠনগত কোনো মিল নেই। প্রকৃতপক্ষে, উক্ত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে আলোচিত ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।