এআই দিয়ে তৈরি পাখি সদৃশ ফুলের ছবি সত্য দাবিতে ভাইরাল

সম্প্রতি,‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাখির অবয়ব সদৃশ ইগ্রেট ফুলের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। বাস্তবিক ইগ্রেট ফুলের সাথে ছবিগুলোর কোনো সাদৃশ্য নেই।

ছবিটি এআই জেনারেটেড

ইগ্রেট ফুলের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকে Nature of universe নামের একটি পেইজে গত ১৯ মে ‘Beautiful Cranes orchid 💗💗💗 (আর্কাইভ)’ শীর্ষক শিরোনামে আলোচিত ছবিগুলোর একটি ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Nature of universe

পেইজটিতে ফুলটিকে Cranes orchid দাবি করা হলেও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, Cranes orchid নামে বাস্তবে কোনো ফুল নেই। 

তবে কাছাকাছি Crane-fly orchid নামে একটি ফুল খুঁজে পাওয়া যায়। কিন্তু উক্ত ফুলের সাথেও পেইজটিতে প্রচারিত ফুলটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

Image Collage: Rumor Scanner 

একইসাথে ফেসবুক পেইজটি ঘুরে পাখি বা প্রাণী সদৃশ এমন আরও কিছু ফুলের ছবি খুঁজে পাওয়া যায়, যেগুলোর কোনো কোনোটির শিরোনামে সরাসরি লেখা ছিল সেটি এআই দিয়ে তৈরি। 

Image Collage: Rumor Scanner 

আবার কোনো কোনোটিতে বিষয়টি উল্লেখ করা না থাকায় পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চে Share  Chat নামের একটি সাইটেই কেবল ছবিগুলো খুঁজে পাওয়া যায়। যেখানে এই ছবিগুলো ছাড়াও প্রযুক্তির সহায়তায় তৈরি আরও কিছু ছবির অস্তিত্ব রয়েছে। 

Image Collage: Rumor Scanner 

উল্লেখ্য, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবির ক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চে সাধারণত কোনো ফলাফল খুঁজে পাওয়া যায় না অথবা ফলাফল পাওয়া গেলেও সেটি সীমিত থাকে।

এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ সম্পর্কে আরও জানতে ও পূর্বেও এআই দিয়ে তৈরি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিপরীতে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক প্রতিবেদন পড়ুন 

ইগ্রেট ফুলের বাস্তব ছবি যেমন 

অনুসন্ধানের এ পর্যায়ে রিউমর স্ক্যানার টিম ইগ্রেট ফুল সম্পর্কে যাচাই করে। এতে দেখা যায়, ফেসবুকে ইগ্রেট ফুলের দাবিতে প্রচারিত ছবিটির সঙ্গে ইগ্রেট ফুলের বাস্তব ছবির কোনো মিল নেই। 

Image Comparison by Rumor Scanner 

ইগ্রেট ফুলের আরও ছবি দেখুন Egret Orchid। এছাড়া ফুলটি সম্পর্কে আরও জানতে পড়ুন How to Grow and Care for White Egret Orchid

Screenshot: The Spruce

মূলত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইগ্রেট ফুলের ছবি দাবিতে পাখি সদৃশ একটি ফুলের ছবি ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, ইগ্রেট ফুলের বাস্তব ছবির সঙ্গে উক্ত ফুলের ছবিটির কোনো মিল নেই এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। 

সুতরাং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি পাখি সদৃশ একটি ফুলের ছবিকে ইগ্রেট ফুলের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img