সম্প্রতি ‘বাংলাদেশের পতাকা হাতে মেসির গোল উদযাপন’ এর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তারপর থেকেই ছবিটি নিয়ে বাংলাদেশী নেটিজেনদের মধ্যে কৌতূহল ছবিটি কি আসল নাকি সম্পাদিত? আবার যেই ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট থেকে ছবিটি প্রচার করা হয়েছে সেগুলো কি আসল নাকি ভুয়া?
ছবিটি কি আসল নাকি সম্পাদিত?
নেটিজেনদের এই কৌতূহল মেটাতে অনুসন্ধানে নামে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশের পতাকা হাতে মেসির গোল উদযাপন’ এর ছবিটি প্রকৃতপক্ষেই সম্পাদিত।
ছবিটির উৎস অনুসন্ধানে দেখা যায়, ছবিটি তুলেছে আর্জেন্টিনার সরকারি প্রচারমাধ্যম টেলামের ফটোসাংবাদিক জেনস ফার্নান্দো।
স্প্যানিশ ভাষায় লেখা ছবিটির ক্যাপশন ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, ‘ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি এর লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোসারিওর তারকা লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।’
জেনস ফার্নান্দোর তোলা মূল ছবিটি দেখুন এখানে।
অর্থাৎ, ছবিটি গত ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মেসির গোল উৎযাপন মুহূর্তে ধারণকৃত। পরবর্তীতে ফটোশপ করে ছবিটিতে বাংলাদেশের পতাকা যুক্ত করা হয়েছে।
ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট থেকে ছবিটি প্রচার করা হয়েছে সেগুলো কি আসল নাকি ভুয়া?
এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনার যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ছবিটি প্রচার হয়েছে সেগুলো ভুয়া নয়।
যেমন, ছবিটি প্রথম প্রচার করা Liga Profesional Eng নামের একটি টুইটার একাউন্ট থেকে।
একাউন্টটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষের।
এছাড়া যে ফেসবুক পেজ থেকেও ছবিটি প্রচারিত হয়েছিল, সেটিও তাদেরই অফিসিয়াল ফেসবুক পেজ।
অর্থাৎ, ফেসবুক পেজ ও টুইটার একাউন্টগুলো আর্জেন্টিনা প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষের অফিসিয়াল একাউন্ট।
মেসির ছবি এমন সম্পাদনা করে বাংলাদেশের পতাকা বসানোর উদ্দেশ্য কি?
ফেসবুক পেজ ও টুইটার একাউন্টগুলোর মেসির ছবির সাথে দেওয়া শিরোনাম বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশি ভক্তদের সম্মান জানাতেই আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষ আলোচিত ছবিটি প্রচার করেছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ‘This is the power of football‘ শীর্ষক শিরোনামে গত ২৭ নভেম্বর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তাদের অফিসিয়াল টুইটার একাউন্টেও বাংলাদেশী আর্জেন্টাইন সমর্থকদের মেসির গোল উদযাপনের ভিডিও প্রচার করেছিল।
এছাড়া ‘Nothing brings people together like football‘ শীর্ষক শিরোনামে গত ২৯ নভেম্বর ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের ম্যাচের বাংলাদেশী ব্রাজিল সমর্থকদের কিছু ছবিও প্রচার করেছিল।
মূলত, কাতারে চলমান বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি ভক্তদের সম্মান জানাতেই আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষ বাংলাদেশের পতাকা হাতে মেসির গোল উদযাপনের ছবিটি সম্পাদনা করে প্রচার করেছে।
তথ্যসূত্র
- El astro rosarino Lionel Messi:৷ Messi Celebrate goal
- Liga Profesional Eng Twitter: Liga Profesional Eng
- Liga Profesional Eng Facebook: https://www.facebook.com/ligaprofesionalAFA/?mibextid=ZbWKwL
- Fifa.com(1): This is the power of football
- Fifa.com (2): Nothing brings people together like football