শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

মেসি কি মেক্সিকোর জার্সি অবমাননা করেছিলেন?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে এমনিতেই চাপে ছিল বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনা। তাই পরের ম্যাচটি ছিল দলটির ঘুরে দাঁড়ানোর লড়াই। 

এ লড়াইয়ে মেক্সিকোর বিরুদ্ধে মেসির দুর্দান্ত গোলে ভালোভাবেই উতরে যায় তারা৷ তবে বিতর্ক তৈরি হয় এই ম্যাচ জয়ের পরেই, আর্জেন্টিনার ড্রেসিংরুমে মেসিদের জয়োৎসবের একটি ভিডিও ফুটেজকে ঘিরে।

বিতর্কের শুরু যেভাবে

ফুটেজটিতে দেখা যায়, ড্রেসিংরুমের মেঝেতে পড়ে আছে মেক্সিকোর জাতীয় দলের একটি জার্সি। মেসি পা দিয়ে সেই জার্সির সঙ্গে কিছু একটা করছেন!

এই ভিডিও দেখে মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ অভিযোগ তুলেন মেসি মেক্সিকো জাতীয় দলের জার্সিকে অবমাননা করেছেন।

টুইটারে তিনি প্রশ্ন তুলে বলেন, মেসি কি মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করেছেন?

প্রায় কাছাকাছি সময়ে আরেকটি টুইটে তিনি বলেন, আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি, তোমারও উচিত মেক্সিকোকে সম্মান করা৷ আমি আর্জেন্টিনার বিরুদ্ধে বলছি না, আমি বলছি মেসি যা করেছে তা নিয়ে

একইদিন রাতে ক্যানালো আলভারেজ আরেকটি টুইটে বলেন, মেক্সিকোর জার্সি মেঝেতে পড়ে থাকাটা অপমানজনক।

প্রকৃতপক্ষে কি হয়েছিল সেদিন?

ক্যানালো আলভারেজের এই অভিযোগের পর পরই স্প্যানিশ খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট Marca জানায়, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার ও লাথি দেওয়ার যে অভিযোগ তা ভিত্তিহীন। মেসি পা থেকে জুতা খোলার সময় অসাবধানতাবশত এটি ঘটেছে।

মার্সার এই বক্তব্যের সত্যতা মিলে মেসির সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরিও’র একটি টুইট থেকেও।

ক্যানালো আলভারেজের করা একটি টুইটের উত্তরে সার্জিও ক্যানালোকে উদ্দেশ্য করে বলেন, তোমার ফুটবল সম্পর্কে ও ড্রেসিংরুমে কি হয় সে সম্পর্কে নিশ্চিতভাবে জানাশোনা নেই৷ জার্সিগুলো সবসময়ই খেলার পরে ঘামের কারণে মেঝেতেই পড়া থাকে। তুমি যদি ভালো করে খেয়াল করো, সে (মেসি) জুতা খোলার সময় তাতে (জার্সিতে) আঘাত লাগে।

অবশেষে এই ঘটনায় মুখ খুলেন মেসি নিজেও৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসির কাছে সেদিনের ড্রেসিংরুমের ঘটনা সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা৷ 

গণমাধ্যমকে মেসি বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি। যারা আমাকে চিনেন, তারা জানেন আমি কাউকে অসম্মান করি না৷ সেদিনের ঘটনাটা ছিল খেলার পর ড্রেসিংরুমে ঘটা অন্যান্য দিনের মতোই। আমি কারো কাছে ক্ষমা চাইবো না৷ কারণ, আমি মেক্সিকো বা দেশটির জার্সির কোনো অসম্মান করিনি।

ক্যানালো আলভারেজ কি বলছেন?

এত ঘটনার পর ক্যানালোও তার ভুল বুঝতে পারেন। নিজের টুইটার একাউন্ট থেকেই মেসি 

ও আর্জেন্টিনার নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ  করেন তিনি লিখেন, ‘গত কয়েক দিন আমি আমার দেশের প্রতি ভালোবাসা থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম। এসময়ে আমি এমন কিছু মন্তব্য করেছি, যেগুলো অপ্রসাঙ্গিক। তাই আমি মেসি ও আর্জেন্টাইন জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমার পালা।’

মেক্সিকোর জার্সি কিভাবে গিয়েছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে?

আর্জেন্টিনার ড্রেসিংরুমে যে জার্সি ঘিরে এত আলোচনা-সমালোচনা এই জার্সি আর্জেন্টিনার ড্রেসিংরুমে কিভাবে এলো? 

এই প্রশ্নের উত্তরে ব্রিটিশ গণমাধ্যম daily mail মেক্সিকোর অধিনায়ক ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদোকে উদ্ধৃত করে।

এ প্রসঙ্গে আন্দ্রেস গুয়ার্দাদো বলেন, ‘আমি মেসিকে চিনি৷ জার্সি নিজের বা প্রতিদ্বন্দ্বী যারই হোক, সাধারণত এগুলো যখন ঘর্মাক্ত থাকে তখন সেগুলো মেঝেই পড়ে থাকে। ক্যানেলোর ড্রেসিরুম সম্পর্কে কোনো ধারণা নেই। এটা আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে৷ জার্সিটি আমার ছিল। আমি এটি লিও’র সাথে বদল করেছিলাম।’  

মূলত, মেসির বিরুদ্ধে আর্জেন্টিনার ড্রেসিংরুমে জয় উদযাপনের সময় জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করার যে অভিযোগ করেছিলেন মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ, তা ছিল একটি দুর্ঘটনা। ম্যাচ পরবর্তীতে সাধারণত খেলোয়াড়দের ব্যবহৃত জার্সিগুলো ঘর্মাক্ত হওয়ায় তা এভাবে মেঝেতেই পড়া থাকে৷ মেক্সিকোর অধিনায়কের সাথে মেসির বদল করা এমনই একটি জার্সি সেদিন মেসির সামনে মেঝেতে পড়েছিল। মেসি জুতা খোলার সময় তাতে দুর্ঘটনাবশত পা লেগে যায়। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ মেসি মেক্সিকোকে অপমান করেছে অভিযোগ এনে টুইট করেন৷ তবে মেসি এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের পর ক্যানালো আলভারেজও মেসির কাছে নিজের ভুল বুঝে দুঃখ প্রকাশ করেন৷

সুতরাং, আর্জেন্টাইন তারকা মেসির বিরুদ্ধে মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজের মেক্সিকোর জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করার দাবিটি সঠিক নয় বরং সেটি ছিল জার্সি নিয়ে ক্যানালো আলভারেজের ভুল বুঝাবুঝি। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img