জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই-আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় ১ জনও নিহত না হওয়ার দাবিটি মিথ্যা

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনকে ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে গত বছরের ১৬ আগস্ট প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি)। অতঃপর সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) গত ১২ ফেব্রুয়ারি জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিস্তারিত তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে৷ এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘জাতিসংঘের প্রতিবেদন জুলাই-আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় ১ জনও নিহত হয়নি’ শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের প্রতিবেদনকে উদ্ধৃত করে জুলাই-আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় ১ জনও নিহত না হওয়ার দাবিটি সঠিক নয় বরং প্রতিবেদনটির ২৩৭ নং পয়েন্টে সাম্প্রদায়িক হামলায় একজন ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ রয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) ওয়েবসাইটে বাংলাদেশের জুলাই-আগস্ট আন্দোলন সম্পর্কিত আলোচিত তথ্যানুসন্ধান প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ২২৮-২৪২ নং পয়েন্ট অনুযায়ী, শেখ হাসিনার পতনের আগে ও পরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে হিন্দু, আহমদিয়া মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ওপর ব্যাপক হামলা হয়েছে। ওএইচসিএইচআর ৩৪টি সাক্ষাৎকারের মাধ্যমে এসব হামলার বিস্তারিত সংগ্রহ করেছে, যেখানে ১২ জন সরাসরি ভুক্তভোগী ছিলেন। প্রতিবেদনটির ২৩৭ নং পয়েন্টে ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় জেলায় ধর্মীয় নেতাদের নেতৃত্বে একটি দল আহমদিয়া সম্প্রদায়ের কয়েকজন সদস্যের ওপর হামলা চালায় এবং ১১৭টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস করে। ওএইচসিএইচআর আরও একটি ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে ৫ আগস্টের ওই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর মারাত্মকভাবে আহত হয়। হামলার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয় এবং শেষ পর্যন্ত মারা যায়।

এছাড়া,  মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারি ‘৫ আগস্টের আগে-পরে সংখ্যালঘু ও পাহাড়িরা সহিংস হামলার শিকার হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR) কর্তৃক প্রকাশিত তথ্যানুসন্ধান প্রতিবেদনে অনুযায়ী জুলাই-আগস্টে সাম্প্রদায়িক সহিংসতায় ১ জনও নিহত না হওয়ার দাবিটি মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img