মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ সম্পর্কিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহর নয়

সম্প্রতি, “২৬৬ দিনের যুদ্ধে ত্রিশ লাখ মানে দৈনিক ১১,২৭৮ জন শহীদ হলেন। এরকম অসংখ্য শহীদের মাঝে একজনও আওয়ামীলীগের টপ সারির তো দূরের কথা থানা লেবেলের কোনো সভাপতি / সেক্রেটারিও খুঁজে পাওয়া যায় না….ক্যান।? অথচ কথায় কথায় বলা হয় আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল! তাহলে সত্য কোনটা?আওয়ামিলীগ দেশের জন্য যুদ্ধ করেছে- এইটা, নাকি শহীদ সংখ্যা ৩০ লক্ষ এইটা ?” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা এবং আওয়ামীলীগের অবদান নিয়ে সন্দেহ প্রকাশ সম্পর্কিত প্রচারিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নয় বরং এই মন্তব্যটি তার নামে তৈরি একটি ভুয়া ফেসবুক পেজ থেকে তার বরাত দিয়ে প্রচার করা হয়েছে এবং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত মন্তব্যটি ডা. জাফরুল্লাহর দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

গুজবের উৎপত্তি

অনুসন্ধানে দেখা যায়, ‘Dr. Zafrullah Chowdhury’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ মার্চ বিকাল ০৫ টা ০৭ মিনিটে মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা এবং আওয়ামীলীগের অবদানকে কেন্দ্র করে একটি মন্তব্য প্রকাশ করা হয় যা পরবর্তীতে কপি-পেস্ট হয়ে উক্ত মন্তব্যটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে ‘Dr. Zafrullah Chowdhury’ নামের উক্ত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরি করা একটি ভুয়া ফেসবুক পেজ। উক্ত পেজের ট্রান্সপ্যারেন্সি সেকশন থেকে জানা যায় পেজটি একজন এডমিন কর্তৃক সুইডেন থেকে পরিচালনা করা হচ্ছে।

Screenshot Dr. Zafrullah Chowdhury Facebook page

দেশীয় সংবাদমাধ্যম জাগো নিউজ-২৪ এবং দৈনিক মানবজমিন এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ০২ আগস্টে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নামে থাকা একাধিক ভুয়া আইডি এবং পেজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় জিডি করে রেখেছেন।

জাফরুল্লাহ
Screenshot Jagonews24 website

মূলত, ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরি ভুয়া ফেসবুক পেজের পোস্টকেই সূত্র হিসেবে ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা এবং আওয়ামীলীগের অবদান নিয়ে সন্দেহ প্রকাশ সম্পর্কিত তথ্যটি সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ এবং পেজে প্রচার হচ্ছে।

বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান “জনাব জাফরুল্লার নামে থাকা আইডি অথবা পেজের সঙ্গে ওনার কোনো সম্পৃক্ততা নেই এবং এই বিষয়ে থানায় বহুবার জিডি করা হয়েছে”। অর্থাৎ, এটি নিশ্চিত যে উক্ত পেজটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নয়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে দেশীয় গণমাধ্যমগুলোতে মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর এরূপ কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামের ভুয়া পেজটি থেকে ছড়ানো বিভিন্ন তথ্যকে গুজব হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সিইসি নুরুল হুদার মার্কিন ভিসা বাতিলের তথ্যটি গুজব

৭ ই মার্চের ভাষণকে কেন্দ্র করে ডা. জাফরুল্লাহর বরাতে ভুয়া মন্তব্য প্রচার

অর্থাৎ, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে তৈরিকৃত একটি ভুয়া ফেসবুক পেজ হতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের মোট সংখ্যা এবং আওয়ামীলীগের অবদান নিয়ে সন্দেহ প্রকাশ সম্পর্কিত আলোচিত মন্তব্যটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ২৬৬ দিনের যুদ্ধে ত্রিশ লাখ মানে দৈনিক ১১,২৭৮ জন শহীদ হলেন। এরকম অসংখ্য শহীদের মাঝে একজনও আওয়ামীলীগের টপ সারির তো দূরের কথা থানা লেবেলের কোনো সভাপতি / সেক্রেটারিও খুঁজে পাওয়া যায় না….ক্যান।? অথচ কথায় কথায় বলা হয় আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল! তাহলে সত্য কোনটা?আওয়ামিলীগ দেশের জন্য যুদ্ধ করেছে- এইটা, নাকি শহীদ সংখ্যা ৩০ লক্ষ এইটা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img