বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তানকে দেয়া উচিত শীর্ষক মন্তব্যটি ইউনুস খান করেননি

সম্প্রতি, “২০১২ সালে ইউনুস খান বলেছিলেন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তান কে দিয়ে দেওয়া উচিত!” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে  এবং এখান
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তানকে দিয়ে দেওয়া উচিত শীর্ষক কোন মন্তব্য করেননি বরং ২০১২ সাল থেকে তার নামে এই বক্তব্যটি ভুলভাবে প্রচার হয়ে আসছে।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ‘ছিঃ কোন দুঃখে আমরা ইন্ডিয়া-পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করি’ নামের একটি ফেসবুক পেজে “বাংলাদেশের টেস্ট স্টাটাস আফগানিস্তানকে দিয়ে দেওয়া উচিত : ইউনিস খান” শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে পোস্টটির সাথে খবরটোয়েন্টিফোর.কম নামের একটি পোর্টালের নাম উল্লেখ পূর্বক পোস্টটি প্রচার করা হয়।

পরবর্তীতে, খবরটোয়েন্টিফোর.কম নামের পোর্টালটি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় সেই পোর্টালটি আর এক্টিভ নেই। পোর্টালটি না পেলেও ‘Khobor24.com’ এ বাংলাদেশের টেস্ট স্টাটাস আফগানিস্তানকে দিয়ে দেওয়া উচিত : ইউনিস খান” প্রকাশিত প্রতিবেদনটি সেসময়ে ফেসবুকে পোস্ট করার লিংক প্রিভিউ পাওয়া যায়। তবে প্রতিবেদনটিতে ক্লিক করলে দেখা যায় পোর্টালটি আর সচল নেই।

অর্থাৎ, অনুসন্ধানে দেখা যায় Khobor24.com নামের একটি পোর্টালে ইউনুস খানের বক্তব্য দাবিতে এই তথ্যটি প্রচারের পর খবর২৪.কম এর প্রতিবেদন কপি করে প্রচারের মাধ্যমে বিষয়টি ফেসবুকে সেসময় ছড়িয়ে পড়ে।

পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে এ ধরনের কোন মন্তব্য করে থাকলে তা নিয়ে অবশ্যই দেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হতো। তবে অনুসন্ধানে দেশীয় কিংবা আন্তর্জাতিক কোন গণমাধ্যমেই ইউনুস খানের এ ধরণের মন্তব্য করা সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এর কর্টেসি উল্লেখ করে ২০১৩ সালের কিছু পোস্ট খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ইউনুস খানের নামে প্রচারিত এই বক্তব্য নিয়ে ২০১৩ সালের ৩০ অক্টোবর ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এর দেওয়া মূল ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে বর্তমানে সেই পোস্টটির প্রাইভেসি Friends দেওয়া রয়েছে। তাই পোস্টটি লিংকে ক্লিক করে সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এর ফেসবুক ফ্রেন্ড লিস্টের বাইরের কারো জন্য দেখা সম্ভব হবে না। তার পোস্টটি দেখুন নিচের স্ক্রিনশটে।

পোস্টটিতে তিনি ইউনুস খান এমন কোন মন্তব্য করেননি বলে জানিয়ে লিখেছেন,

বাংলাদেশ যখন ভালো করে; তখন আমরা আনন্দে উচ্ছাসে ভাসি, উৎসব করি। সেই সঙ্গে একটা ‘দেখিয়ে দেওয়া’র আনন্দ পাই। বাংলাদেশকে নিয়ে মন্দ কথা, বাংলাদেশের যোগ্যতা নিয়ে যারা যখন প্রশ্ন তুলেছেন, তাদের দেখিয়ে দেওয়ার একটা আনন্দ পাই আমরা। এই আনন্দ করে তাদের গালিটা ফিরিয়ে দেওয়া আমাদের অধিকার। কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ভালো করলেই পাকিস্তানী ব্যাটসম্যান ইউনুস খানকেও দেখছি সিধু শেবাগদের কাতারে এনে খুব গালিগালাজ করা হচ্ছে। ইউনুস বাংলাদেশের সম্পর্কে বাজে কথা বললে, গালি তার প্রাপ্য। বলা হচ্ছে, ইউনুস নাকি বলেছিলেন, ‘বাংলাদেশের টেস্ট স্টাটাস কেড়ে নিয়ে আফগানিস্তানকে দেওয়া উচিত।’ এমন কথা বললে, ইউনুসের চৌদ্দগুষ্ঠির শ্রাদ্ধ করায়ও দোষের কিছু নেই । কিন্তু খারাপ ব্যাপারটা হল, ইউনুস কখনোই এরকম কিছু বলেননি। তাহলে কথাটা রটল কিভাবে? ঘটনা হচ্ছে, কোনো এক জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচে ক্রিকইনফোতে ইউনুস নামের এক লোক এটা লিখেছিলেন। নানাভাবে নিশ্চিত হওয়া গেছে, তিনি কোনোভাবেই ইউনুস খান নন। তাহলে যিনি অপরাধই করেননি, তাকে সেই অপরাধে গালি দেওয়াটা মনে হয় বন্ধ হওয়া দরকার।”

অর্থাৎ, সেসময়ে বিষয়টি নিয়ে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় নানাভাবে নিশ্চিত হয়েছেন যে এ ধরণের কোন বক্তব্য পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান দেননি।

পরবর্তীকালে তার কথার সূত্র ধরে অনুসন্ধান করে পাকিস্তান এবং আফগানিস্তানের ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি শারজায় অনুষ্ঠিত একমাত্র ওয়ানডে ম্যাচের ইএসপিএন ক্রিকইনফোর কমেন্ট্রিতে এরকম একটি মন্তব্য ক্রিকইনফোর কমেন্ট্রিতে পাওয়া যায়। 

সেখানে দেখা যায়, ২৯ তম ওভারের শেষ বলে যখন ইউনুস খান জাদরানের বল ব্যাট করছেন ঠিক তার পরপরই ইউনুস নামের কোন এক ব্যক্তি বা ইএসপিএনের কমেন্টেটর “can the ICC please replace Bangladesh with Afghanistan??..  শীর্ষক মন্তব্যটি লিখেছিলেন। যেহেতু এই মন্তব্যটি যখন করা হয় তখন ইউনুস খান মাঠে ব্যাট করছিলেন তাই এটি তার মন্তব্য হওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে বলা যায় ইউনুস নামের ভিন্ন এক ব্যক্তি ইএসপিএন এর এই কমেন্ট্রিতে এটি লিখেছেন। যেমন নিচের স্ক্রিনশটে উক্ত ম্যাচে ইউনুস নামক সেই ব্যক্তির মতো Pras এবং Pathan নামের দুজন ব্যক্তির কমেন্ট্রিও পাওয়া যায়।

পরবর্তীতে ২০১৫ সালের ১০ মার্চ দেওয়া ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি মন্তব্যটি ইউনুস নামের এক পাঠকের মন্তব্য হিসেবে উল্লেখ করে লিখেছেন –

“২০১২ সালের ১০ ফেব্রুয়ারি। শারজায় খেলছে পাকিস্তান–আফগানিস্তান। পাকিস্তান ইনিংসের ২৯ ওভার শেষে ক্রিকইনফোর কমেন্ট্রিতে ইউনুস নামের এক পাঠকের কমেন্ট, ‘”can the ICC PLEASE REPLACE BANGLADESH WITH AFGHANISTAN ?? Its so refreshing and exciting to see a new team in world cricket and that too play with so much intent and determination ! I AM SURE they will do a much better job than Bangladesh.”’… গা জ্বালানো কমেন্ট অবশ্যই। তবে একজন পাঠকের। কিন্তু বাংলার ক্রিকেট আঙিনায় সেটিই দাবানলের মতো ছড়িয়ে গেল, পাকিস্তানী ব্যাটসম্যান ইউনিস খান বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিয়ে আফগানিস্তানকে দিতে বলছে! অথচ ইউনিস খান তখন উইকেটে, ব্যাটিং করে ৩৭ রানে। ব্যাটিং করতে করতে ক্রিকইনফো পড়ে সেখানে কমেন্ট করা, ইউনিস খান তো রজনীকান্তকে হার মানায়! ক্রিকইনফোতে ওই ম্যাচের কমেন্ট্রিতে যান, এখনও আছে ওই কমেন্ট। অথচ সেই যে বাংলাদেশে ইউনিস খানের মুন্ডপাত শুরু হয়েছিল, এখনও চলছে। উল্টো অনেকবার দেখেছি, সত্যিটা বলতে গেলে সবাই ধা ধা করে মারতে আসে পারলে!”

মূলত, ২০১২ সালে পাকিস্থান এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র ওয়ানডে চলাকালে ইউনুস খান যখন ব্যাট করছিলেন ঠিক তখন ক্রিকইনফোর ওয়েবসাইট কমেন্ট্রিতে ইউনুস নামের কোন এক ব্যক্তি উল্লেখিত মন্তব্যটি লিখেছিলেন। পরবর্তীতে খবর২৪.কম নামের একটি ভুঁইফোঁড় পোর্টালে উক্ত তথ্যটি পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খানের নামে ভুলভাবে প্রচারের পর সেসময় তা ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো। কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান এই মন্তব্যটি করেননি।

সুতরাং, ২০১২ সালে পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তান কে দেওয়া শীর্ষক মন্তব্য করেছিলেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img