গত ১ অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর প্রেক্ষিতে ইসরায়েলের ক্ষয়-ক্ষতির দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটিতে একটি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের চিত্র দেখতে পাওয়া যায়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখতে পাওয়া যায়, আলোচিত ভিডিওটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হওয়া ইসরায়েলের ক্ষয়-ক্ষতির দৃশ্যের নয় বরং, ভিডিওটি ইয়েমেনের উত্তর অ্যাডেন শহরের মনসুরা এলাকায় ঘটা সাম্প্রতিক একটি দুর্ঘটনার ভিডিও।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চীনা গণমাধ্যম China Global Television Network (CGTN)-এর ইউরোপ ভিত্তিক শাখার ইউটিউব চ্যানেল CGTN Europe-এ গত ৩১ আগস্ট Deadly gas station explosion rocks Aden, Yemen শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ইসরায়েলের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। উভয় ভিডিওতেই একই ভবনে আগুনের কুন্ডলী দেখতে পাওয়া যায়। পাশাপাশি ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ইয়েমেনের অ্যাডেন শহরের মনসুরা এলাকায় অবস্থিত একটি গ্যাস স্টেশনে ঘটা দুর্ঘটনার ভিডিও। উক্ত গ্যাস স্টেশন বিস্ফোরণের ঘটনায় প্রায় পাঁচজন নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও বিবরণী থেকে জানা যায়।
পরবর্তী অনুসন্ধানে বুলগেরিয়ান গণমাধ্যম Nova News এর ওয়েবসাইটে গত ৩১ আগস্ট Yemen: At least five dead, ten injured in Aden gas station explosion
শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, ইয়েমেনের গ্যাস স্টেশন বিস্ফোরেণের ভিডিওকে ইরানের ইসরায়েল হামলার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- China Global Television Network (CGTN) Website: Deadly gas station explosion rocks Aden, Yemen
- Nova News Website: Yemen: At least five dead, ten injured in Aden gas station explosion
- Rumor Scanner’s Own Analysis