সম্প্রতি, সৌদি আরবের নারী নভোচারী রায়না বার্নাভি কর্তৃক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধারণকৃত একটি ভিডিওতে মক্কা নগরীর রাতের দৃশ্য দেখা যায়। উক্ত ভিডিওর দৃশ্য দাবিতে কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে একটি ছবি প্রচার করা হয়েছে।
গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনটি দেখুন ঢাকা মেইল, যায়যায়দিন, দৈনিক জাগরণ, দৈনিক বগুড়া।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রায়না বার্নাভির মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৭ সালে মহাকাশ থেকে তোলা মক্কার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে রায়না বার্নাভির ধারণকৃত পবিত্র মক্কা নগরীর ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্ট থেকে খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। গত ২৬ মে প্রকাশিত উক্ত ভিডিওর কোনো দৃশ্যের সাথে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ছবিটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, রাশিয়ান মহাকাশচারী সার্জেই রায়াজানাস্কি (Sergey Ryazansky) এর ফেসবুক পেজে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টের ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।
পোস্টে সার্জেই রায়াজানাস্কি লিখেন, মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। মক্কা দিন এবং রাত দুই সময়েই দেখতে সুন্দর। এমনকি মহাকাশ থেকে বিশ্বের অন্য কোনো শহর থেকে পবিত্র মক্কাকে আলাদা করা সহজ।
আরও অনুসন্ধানে করে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ওয়েবসাইটে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়।
নাসার ওয়েবসাইটে ছবিটির মেটাডাটা বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটি ২০১৭ সালের ০৪ সেপ্টেম্বর ‘Sergey Ryazansky’ তার ক্যামেরায় তুলেছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখে নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে সংগৃহিত উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো রায়না বার্নাভির সম্প্রতি মহাকাশ থেকে তোলা ভিডিওর দৃশ্য বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।
মূলত, সম্প্রতি সৌদি আরবের নারী নভোচারী রায়না বার্নাভি কর্তৃক মহাকাশ থেকে ধারণকৃত মক্কার একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। উক্ত ভিডিওর দৃশ্য দাবিতে কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে একটি ছবি প্রচার করার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটির সাথে উক্ত ভিডিওর কোনো দৃশ্যের মিল নেই এবং এটি সাম্প্রতিক সময়ের ছবিও নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে রাশিয়ান নভোচারী সার্জেই রায়াজানাস্কি মহাকাশ থেকে মক্কার উক্ত ছবিটি পাঠান। এই ছবিকেই সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি গত ২১ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে যাত্রা শুরু করে ২২ মে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছান।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে ভুল ছবি প্রকাশিত হলে সেসব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, রাশিয়ান নভোচারী সার্জেই রায়াজানাস্কি কর্তৃক ২০১৭ সালে মহাকাশ থেকে পাঠানো মক্কার ছবিকে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নভোচারী রায়না বার্নাভির ধারণকৃত মক্কার ভিডিওর দৃশ্য দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sergey Ryazansky: Facebook Post
- NASA: Gateway Astronaut Photography Earth
- Rayyanah Barnawi: Twitter Post
- BBC: First Arab female astronaut reaches space station