যুক্তরাষ্ট্রের একটি রাস্তার ছবিকে বিকৃত করে পৃথিবীর সবচেয়ে বড় যানজটের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের ছবি, যা ঘটেছিলো চীনের বেইজিং শহরে।  এর দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ কিলোমিটার এবং এর স্থায়িত্ব ছিলো পুরো ১২ দিন!” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ছবিটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের নয় এবং ছবিটি চীনেরও নয় বরং এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি রাস্তার ছবি।

ছবি যাচাই 

রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে, greenspun নামের একটি ওয়েবসাইটে ছবিটির ফটোগ্রাফারের কর্তৃক প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। (১)ফটোগ্রাফার Philip Greenspun কর্তৃক ১৯৯৮ সালে তোলা এই ছবিটির বর্ণনায় সেখানে উল্লেখ করেন,  Traffic on the 405. Los Angeles, California”

Screenshot from Greenspun website

এছাড়াও ছবি এবং ভিডিও হোস্টিং ওয়েবসাইট Flickr এ ২০০৭ সালে প্রকাশিত একই স্থানের ভিন্ন কোণ থেকে তোলা একটি ছবি খুঁজে পাওয়া যায়, সেখানেও ছবিটি কালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বলে উল্লেখ করা হয়।

Screenshot from Flickr

মূলত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রাস্তার একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে চীনের বেইজিং শহরে বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, ছবিটি চীনের ট্রাফিক জামের কোনো ছবি নয়, এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি রাস্তার ছবি।

তথ্য যাচাই

চীনের বেইজিংয়ে ১০০ কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জাম ১২ দিন স্থায়ী হওয়ার বিষয়টি সত্য। কোনো কোনো গণমাধ্যমে উক্ত যানজটের স্থায়ীত্বকাল ৯-১১ দিন উল্লেখ করা হলেও মূলত ১২ তম দিন থেকেই এই যানজট পুরোপুরি শেষ হয়।

বৃটিশ সংবাদমাধ্যম Daily Mail এ ২০১০ সালের ২৫ আগস্টে “Great Crawl of China: Vendors cash in on 60-mile traffic jam that’s lasted 11 days – with no end in sight” শিরোনামে এবং BBC তে ২০১০ সালের ২৩ আগস্টে China traffic jam stretches ‘nine days, 100km শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Screenshot from BBC website

২০১০ সালে ঘটা বেইজিং এর এই যানজটকে নিকৃষ্ট যানজট বলা হলেও এটি বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক যানজট এরকম কোনো স্বীকৃতির তথ্য পাওয়া যায়নি। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে স্থায়ীত্বের দিক দিয়ে এই যানজটটি সবচেয়ে লম্বা যানজট বলে প্রতীয়মান হয়েছে।

Also Read: বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম, ৯৯ তম নয়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী গাড়ীর সংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় যানজটটি ঘটে জার্মানিতে ১৯৯০ সালের ১২ এপ্রিলে এবং ১৯৮০ সালের ১৬ জানুয়ারি ফ্রান্সে ঘটা ১৭৬ কিলোমিটার যানজটটি দূরত্বের হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় যানজট।

যুক্তরাষ্ট্রের
Screenshot from Guiness Worlds Record website

সুতরাং, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রাস্তার একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে চীনের বেইজিং শহরে বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের ছবি, যা ঘটেছিলো চীনের বেইজিং শহরে।  এর দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ কিলোমিটার এবং এর স্থায়িত্ব ছিলো পুরো ১২ দিন!
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. los-angeles-traffic-44 
  2. Flickr: https://www.flickr.com/photos/gsgeorge/542002313/in/photostream 
  3. China traffic jam enters its 11th day as officials admit it could last another three weeks | Daily Mail Online 
  4. China traffic jam stretches ‘nine days, 100km’ – BBC News 
  5. Longest traffic jam (number of vehicles) | Guinness World Records 
  6. Longest traffic jam (distance) | Guinness World Records

আরও পড়ুন

spot_img