সম্প্রতি “ইসরায়েলীদের কাতার ফুটবল বিশ্বকাপে দর্শক হিসেবে ফিলিস্তিনি পরিচয়ে আসতে হবে – এমনটাই জানিয়েছে কাতার কর্তৃপক্ষ” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে আসতে হলে পাসপোর্টে ফিলিস্তিনি পরিচয়ে নয় বরং ইসরায়েলী পাসপোর্ট দিয়েই কাতার বিশ্বকাপের দর্শক হতে পারবে ইসরায়েলীরা।
অনুসন্ধানে জানা যায়, কাতারের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ফিফার মধ্যস্থতায় বিশ্বকাপ দেখার জন্য গত জুনেই ইসরায়েলিদের জন্য কাতারে আসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ বিমানে করে তেল আবিব থেকে দোহা পর্যন্ত যাতায়াতের ব্যবস্থাও করেছে ফিফা।
তবে উইন্টারহিল নামক হংকং ভিত্তিক টিকিট বিক্রির সংস্থা তাদের ওয়েবসাইটে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করে সেখানে “অধিকৃত ফিলিস্তিন ভূমি” ব্যবহার করে।
পরবর্তীতে সমলোচনার মুখ ওয়েবসাইটিতে “অধিকৃত ফিলিস্তিন ভূমি” বাদ দেওয়া হয় তবে এখন পর্যন্ত ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত করা হয় নি।
উক্ত ঘটনাটিকে অতিরঞ্জিত করে পাসপোর্টে ফিলিস্তিন পরিচয় ছাড়া কাতারে যেতে পারবে না দাবিতে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
তাছাড়া আলোচিত পোস্ট গুলোতে উক্ত তথ্যাটি সরকারের সিদ্ধান্ত বলে দাবি করা হলেও কাতার সরকারের এমন কোনো সিদ্ধান্তের তথ্য খুঁজে পাওয়া যায় নি।
মূলত, কাতারের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ফিফার মধ্যস্থতায় ইসরায়েলিদের কাতারে গিয়ে বিশ্বকাপ দেখার জন্য গত জুন মাসেই ব্যবস্থা করা হয়েছিলো। তবে বিশ্বকাপের টিকিট বিক্রির হংকং ভিত্তিক প্রতিষ্ঠান উইন্টারহিল তাদের ওয়েবসাইটে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করে সেখানে “অধিকৃত ফিলিস্তিন ভূমি” ব্যবহার করে, যা পরে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনাটিকেই অতিরঞ্জিত করে পাসপোর্টে ফিলিস্তিন পরিচয় ছাড়া ইসরায়েলিরা কাতারে যেতে পারবে না দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, পাসপোর্ট দেশে হিসেবে ফিলিস্তিন উল্লেখ করে ইসরায়েলিদের কাতার বিশ্বকাপে দর্শক হিসেবে অংশগ্রহণ করতে হবে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Winterhill Hospitality Website
Times of Israel – Israelis okayed to travel to Qatar for November’s World Cup in deal with FIFA
Arab News – World Cup hospitality website lists Palestine, not Israel, as country