ভিডিওটি বিশ্বকাপ স্টেডিয়ামের গেট খোলার দৃশ্য নয়

সম্প্রতি “কাতার দোহা স্টেডিয়ামের গেইট খোলার পর” শীর্ষক শিরোনামে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ-২০২২ এর স্টেডিয়ামের গেট খোলার পরের দৃশ্য দাবিতে একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে,এখানে, এখানে।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি কাতারে চলমান বিশ্বকাপ স্টেডিয়ামের গেট খোলার পরের দৃশ্য নয় বরং দুবাই রান নামের দৌড় অনুষ্ঠানের ভিডিও। 

আলোচিত ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে শুরুর দিকে দেখানো গেটের দৃশ্যে ‘Dubai Run’ লেখা দেখা যায়।

উক্ত লেখাটির সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে, ‘Mohammed Abu Zahed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ নভেম্বর “DUBAI RUN 2022” ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়।

Screenshot Source: Mohammed Abu Zahed

পরবর্তীতে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এর ওয়েবসাইটে গত ১৯ নভেম্বর “Road closures announced for Sunday’s Dubai Run” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দুবাই রান মূলত দুবাই ফিটনেস চ্যালেঞ্জের আয়োজিত একটি বার্ষিক কার্যক্রম। এই প্রতিবেদনে সংযুক্ত একটি ছবিতে থাকা গেটের সাথে আলোচিত ভিডিওতে থাকা গেটের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমসে গত ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এবার দুবাই রানের চতুর্থ সংস্করণ ছিলো। ৫ ও ১০ কিলোমিটারের দুইটি রুটে এবারের দুইবার রান অনুষ্ঠিত হয়েছে এবং এবারের দুবাই রানে রেকর্ড সংখ্যক ১ লক্ষ ৯৩ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এই প্রতিবেদনটিতেও একই গেট লক্ষ্য করা যায়।

মূলত, গত ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে দুবাই ফিটনেস চ্যালেঞ্জের আয়োজিত ‘দুবাই রান’ নামের দৌড় অনুষ্ঠানের চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের একটি ভিডিওকে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার পরের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘দুবাই রান’ নামের দৌড় অনুষ্ঠান একটি ভিডিওকে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার পরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img