ঈদের আগে বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামেন। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে একজন নিরাপত্তাকর্মী এক নারীকে মারধর করতে দেখা যায়। ভিডিওটি পোশাক শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের দৃশ্য বলে দাবি করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সম্প্রতি বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের মার্চ মাসে বাগেরহাটের মংলা ইপিজেডে অবস্থিত ভারতীয় মালিকানাধীন ‘ভিআইপি লাগেজ ফ্যাক্টরি’র শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হওয়া আন্দোলনের দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Md Jahedul Sharder’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ২৫ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ঘটনার দীর্ঘ সংস্করণের একটি ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি মোংলা ইপিজেডে অবস্থিত ভিআইপি গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের সময় ধারণ করা।

উক্ত ফেসবুক পোস্টের সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, বাগেরহাটের মোংলা ইপিজেডে ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে প্রায় ১,৮০০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে এবং অন্তত ৩০ জন আহত হন। শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করে বেতন-বোনাস না দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, নিয়ম অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হয়েছে।
এছাড়া, বাংলানিউজ২৪-এর প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়। এতে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি মোংলা ইপিজেডে ভিআইপি লাগেজ ফ্যাক্টরির শ্রমিক আন্দোলনের সময় ধারণ করা।
সুতরাং, এক বছর পুরোনো ভিডিওকে সম্প্রতি ঈদের আগে হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলনে নারী শ্রমিককে মারধরের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md Jahedul Sharder: Facebook Post
- Banglanews24: শ্রমিক ছাঁটাইয়ে উত্তাল মোংলা ইপিজেড, সংঘর্ষে আহত ৩০