হামজা চৌধুরীর গোলের দৃশ্য দাবিতে ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের গোলের দৃশ্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফুটবলারের গোল করার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটিতে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর গোল করার দৃশ্য প্রদর্শিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ২৬ লক্ষ বার দেখা হয়েছে এবং ১ লক্ষ ২৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর গোলের দৃশ্যের নয় বরং, ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের গোল করার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘FootyCentric’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের গোল করার দৃশ্য দাবিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

এছাড়াও, ‘osscar.18p’ নামক ফুটবল বিষয়ক নানা ভিডিও ফুটেজ প্রচার করা আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গত ১৮ ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের গোল করার দৃশ্য দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

তাছাড়া, প্রচারিত ভিডিওটির প্রথম ফুটেজে গোলের মূহুর্তের ধারাভাষ্যে ধারাভাষ্যকারকেও ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের নাম উচ্চারণ করতে শোনা যায়।

পরবর্তী অনুসন্ধানে, প্রচারিত ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় যে উল্লিখিত ফুটবলার নানা সময়ে ২২ এবং ১০ নাম্বার জার্সি পরিধান করে গোল করেছেন। অতঃপর, হামজা চৌধুরীর ক্যারিয়ারে পরিধেয় জার্সি নাম্বারের বিষয়ে অনুসন্ধান করলে ফুটবলারদের ট্রান্সফার ও ডাটা সংক্রান্ত প্ল্যাটফর্ম ট্রান্সফারমার্কেট থেকে জানা যায়, হামজা চৌধুরী তার ক্যারিয়ারে ২৪,১৭,৩,২০,৩৮ সহ নানা সংখ্যার জার্সি পরিধান করলেও কখনও ১০ বা ২২ নাম্বার জার্সি পরিধান করেননি। অপরদিকে ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ান ১০ এবং ২২ নাম্বার জার্সি একাধিকবার পরিধান করে খেলেছেন।

এছাড়াও, প্রচারিত ভিডিওটিতে প্রায় ২০ টি গোলের ফুটেজ দেখানো হয়েছে। কিন্তু, একই ওয়েবসাইটের তথ্যানুসারে হামজা চৌধুরী তার পেশাদার ফুটবল ক্যারিয়ারে মোট ৩টি গোল করেছেন, তাই তার প্রায় ২০টি গোল করার ফুটেজ থাকা সম্ভব নয়।

সুতরাং, ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানের গোল করার দৃশ্যকে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর গোলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img