সম্প্রতি, সূর্যের হাসি ক্লিনিকে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে শীর্ষক দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ইউনিয়ন অফিসার এই দুই পদে আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদন করা যাবে জানিয়ে কথিত এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য একটি ই-মেইল ([email protected]) ঠিকানা দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সূর্যের হাসি ক্লিনিকের নামে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্লিনিক কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সূর্যের হাসি ক্লিনিকের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে সূর্যের হাসি ক্লিনিকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলগুলো পর্যবেক্ষণ করে এমন বিজ্ঞপ্তির কোনো অস্তিত্ব মেলেনি।
এছাড়া, বিজ্ঞপ্তিতে “[email protected]” শীর্ষক একটি ইমেইল ঠিকানা আবেদনের জন্য দেওয়া হলেও সূর্যের হাসি ক্লিনিকের ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত ইমেইল ঠিকানা ভিন্ন ([email protected])।
তাছাড়া, বর্তমানে সূর্যের হাসি নেটওয়ার্কের ওয়েবসাইটে জুনিয়র অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চালু রয়েছে যেটির আবেদনের শেষ দিনও আজ (৩০ জুলাই)।
অর্থাৎ, প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সূর্যের হাসি ক্লিনিকের নয়।
সুতরাং, সূর্যের হাসি ক্লিনিকের নামে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Surjer Hashi Network (SHN): Website
- Surjer Hashi Network – SHN: Facebook Page