বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন কোর্টে মামলা দায়েরের বানোয়াট তথ্য

সম্প্রতি, ‘বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে অস্ট্রেলিয়া মানবাধিকার কমিশন কোর্টে মামলা দায়ের করলেন গ্যাবনের প্রেসিডেন্ট এমারসন মার্থি’ দাবিতে Tamanna Akhter Yesman নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পাশাপাশি, উক্ত অ্যাকাউন্ট থেকে ফেসবুকের একাধিক গ্রুপে পোস্টটি শেয়ার করা হয়েছে। 

পরবর্তীতে একই দাবি ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ এনে অস্ট্রেলিয়া মানবাধিকার কমিশন কোর্টে গ্যাবনের প্রেসিডেন্ট মামলা দায়ের করার দাবিটি মিথ্যা। এছাড়া, এমারসন মার্থির নামের কোনো ব্যক্তি দেশটির প্রেসিডেন্ট নয়। গ্যাবনের বর্তমান প্রেসিডেন্টের নাম ব্রাইস অলিগুই এনগুয়েমা। প্রকৃতপক্ষে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রোদ্রিগেসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির সাক্ষাতের সময়ে ধারণকৃত কিছু ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রোদ্রিগেসের এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ০৩ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত দাবিতে থাকা ছবিটিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিগুলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর পক্ষ থেকে জর্জ রোদ্রিগেস সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বৈঠকের।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘El Correo’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ, ২০২৩ সালের ০৩ জানুয়ারিতে ‘Emiratos Árabes Unidos evalúa la cooperación con Venezuela’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশটির কূটনৈতিক সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি প্রতিনিধিরা পারস্পরিক শ্রদ্ধা ও স্বীকৃতির ভিত্তিতে সংহতি ও পরিপূরকতার নীতি নিয়ে আলোচনা করেন। এই প্রসঙ্গে, উভয় দেশের তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল কার্যক্রমের প্রচারের জন্য এই বৈঠকটি সহায়ক ছিল। 

অর্থাৎ, প্রচারিত ছবিগুলো এবং শিরোনামের দাবির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই এবং প্রদর্শিত নারী বাংলাদেশ সরকারের কেউ নন বরং, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমী।

আলোচিত দাবির পোস্টগুলোতে এমারসন মার্থিকে গ্যাবনের প্রেসিডেন্ট দাবি করা হলেও গ্যাবনের বর্তমান প্রেসিডেন্টের নাম ব্রাইস অলিগুই এনগুয়েমা।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমীর ছবি ব্যবহার করে তামান্না আক্তার ইয়াসমান (Tamanna Akhter Yesman) নাম দাবি করে আলোচ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে ক্রমাগত ভুল তথ্য প্রচার করতে দেখা যায়। উক্ত অ্যাকাউন্ট থেকে প্রচারিত গুজবের বিষয়ে ফ্যাক্ট-স্টোরি প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন কোর্টে মামলা দায়েরের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img