সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে, মধ্যরাতে সৌদি নাগরিকরা রাস্তায় নেমে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ইরানের পক্ষে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে দবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
দাবি করা হয়, ‘মধ্যরাতে হাজার হাজার সৌদি নাগরিকরা রাস্তায় নেমে আসে তাদের একটাই দাবি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ইরানের হয়েছে যুদ্ধ করার আহ্বান জানান’ (বানান অপরিবর্তিত)। এছাড়াও, ভিডিওটিতে তারিখ হিসেবে উল্লেখ করা হয়, ২৪/০৬/২৫

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সৌদি আরবের কোনো ঘটনা নয়। বরং, এটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরাকের বাগদাদে বিক্ষোভ এবং বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশের ভিডিও, যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘AHMAD SLMAN’ নামক একটি এক্স অ্যাকাউন্টে গত ১৮ জুন প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। অ্যাকাউন্টটিতে ব্যবহারকারীর পদবী বা পেশাগত পরিচয় হিসেবে জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক দেখতে পাওয়া যায়।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, ইরাকি গোত্রগুলো বাগদাদে পৌঁছেছে মার্কিন দূতাবাস বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে। (অনূদিত)
অর্থাৎ, এই ভিডিওটি আলোচিত ভিডিওটিতে দাবি করা তারিখের আগের ভিডিও।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে ‘Tehran Times’ এর এক্স অ্যাকাউন্টে গত ২০ জুন প্রচারিত একটি পোস্টের ছবির মধ্যে একটি ছবিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সামনে থাকা লোকজনের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

পোস্টটির ক্যাপশনে বলা হয়, বাগদাদে ইরাকিরা ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। একইসাথে তারা বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দাবি জানিয়েছে।
একই তারিখে ইরানের ‘Press TV’ ও ‘Tehran News’ এর এক্স অ্যাকাউন্ট এবং ‘Islamic Invitation Turkey’ নামের একটি এক্স অ্যাকান্টে একই দাবির পোস্টে ছবিটি দেখতে পাওয়া যায়।
তাছাড়া, সৌদি আরবের নাগরিকরা রাস্তায় নেমে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ইরানের পক্ষে যুদ্ধ করার আহ্বান জানানোর কোনো তথ্য আমাদের অনুসন্ধানে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরাকের বাগদাদে বিক্ষোভ এবং বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশের ভিডিওকে মধ্যরাতে সৌদি নাগরিকরা রাস্তায় নেমে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ইরানের পক্ষে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।