উচ্চ রক্তচাপের জন্য ডা. দেবী শেঠির পরামর্শ দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি ‘উচ্চ রক্তচাপের জন্য ঔষধ খাওয়া একটি বোকামি, তার তৈরি একটি ফর্মুলা প্রোডাক্ট গ্রহণ করে রক্তনালী পরিষ্কার ও ৩ দিনে রক্তচাপ স্থিতিশীল করা যাবে’ দাবিতে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির বাংলায় কথা বলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. দেবী শেঠি উচ্চ রক্তচাপের জন্য কোনো ফর্মুলা প্রোডাক্ট গ্রহণের পরামর্শ দেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন বিষয়ে তার একটি বক্তব্যের ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে Narayana Health নামক প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, বিশ্ব হৃদপিণ্ড দিবস উপলক্ষে ভিডিওটিতে তিনি চল্লিশের পরে হার্টের যত্নে কিছু পরামর্শ ও নিয়মিত কিছু টেস্ট করার বিষয়ে কথা বলছেন।

অতঃপর, ভিডিওগুলোতে থাকা অডিও বা শব্দ পর্যবেক্ষণে দেখা যায় যে, ২০২২ সালের মূল ভিডিওর অডিও থেকে আলোচিত ভিডিওটির অডিও ভিন্ন।

আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেবী শেঠির বাংলা কথাগুলোর উচ্চারণ কৃত্রিম বলে প্রতীয়মান হয়। দেবী শেঠির একাধিক ভিডিও পর্যবেক্ষণে দেখা যায় যে তার কথা বলার ধরণও ভিন্ন। এছাড়া, তিনি বাংলায় কথা বলছেন এরকম কোনো ভিডিও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা সনাক্তকারী ওয়েবসাইট Resemble AI এ অডিও ক্লিপটি যাচাই করা হয়, এতে অডিওটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়।

সুতরাং, উচ্চ রক্তচাপের জন্য কথিত ফর্মুলা প্রোডাক্ট গ্রহণের পরামর্শ দিয়ে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img