সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সংঘর্ষ ও সহিংসতার ঘটনাপ্রবাহের মধ্যে সম্প্রতি মোহাম্মদ সুহিন নামে একজন পুলিশ সদস্যের চাকরি ছেড়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ সুহিন মিয়া নামের পুলিশ সদস্য সম্প্রতি চাকরি ছাড়েননি বরং তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে চাকরি ছাড়েন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে Tufayel Ahmed নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ জুলাই একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে তোফায়েল আহমেদ একই ছবি প্রচার করে উনাকে মোহাম্মদ সুহিন মিয়া দাবি করেন এবং পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান।
একই পোস্টে রাজ সর্দার শিহাব নামক একটি অ্যাকাউন্ট থেকে মো সুহিন মিয়া পুলিশের চাকরি গত ৮ মাস আগে ছেড়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করেন।
উক্ত মন্তব্যের প্রতিত্তরে Muhammod Suhin নামক অ্যাকাউন্ট থেকে বলেন, “ তো, এখন জানলে সমস্যা কি?” যেখানে মো সুহিন মিয়ার সম্প্রতি পুলিশের চাকুরি না ছাড়ার বিষয়টি স্পষ্ট।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য আমরা মোহাম্মদ সুহিন মিয়ার সাথে যোগাযোগ করি। তিনি জানান, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বিদেশ গমনের জন্য বাংলাদেশ পুলিশের চাকরি থেকে তিনি অব্যাহতি নেন।
গুজবের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সম্প্রতি “পুলিশের চাকরি ছাড়ার সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না। সর্বোপরে আমি বিশ্বাস রাখি মহান সৃষ্টিকর্তার উপর, যিনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। চাকরি ছাড়ার ডেট- ১৪/০৯/২০২৩” শীর্ষক ক্যাপশনে তিনি পোস্ট করেন।
তিনি উক্ত পোস্টের একটি স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করেন।
তিনি জানান, সবাই আমার বিষয়ে প্রায় একই ফেসবুকে পোস্ট করলেও চাকরি ছাড়ার তারিখটা মুছে দিয়েছে। তাই এমনটা হয়েছে।
মূলত, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যেই একজন পুলিশ সদস্যের চাকরি ছাড়ার একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ সুহিন মিয়া নামে এই সাবেক পুলিশ সদস্য গত বছরের ১৪ সেপ্টেম্বর বিদেশ গমনের জন্য পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেন।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহ চলাকালীন পুলিশ সদস্যের চাকরি ছাড়ার একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Tufayel Ahmed – Facebook Post
- Statement from Md Suhin Mia