গওহর রিজভীকে জড়িয়ে জুয়ার ভুয়া বিজ্ঞাপন প্রচার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর একটি বক্তব্য জুড়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পোস্টটিতে ‘PIEPAY.NET’ একটি লিংক দেওয়া রয়েছে এবং গওহর রিজভীকে উক্ত বিষয়ের প্রমোশন করতে শোনা যায়। এছাড়া পোস্টটিতে দেখানো হয়েছে, মিনিমাম বিনিয়োগ ৩০ হাজার ৫০০ টাকা। 

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘PIEPAY.NET’ এর সাথে গওহর রিজভীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং গওহর রিজভী ‘PIEPAY.NET’ এর প্রমোশনও করেননি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে ভিন্ন প্রেক্ষিতে তুরস্কের গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্যকে সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

শুরুতে গওহর রিজভীর বক্তব্যের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রচারিত ভিডিওটিতে TRT World এর লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে তুর্কী গণমাধ্যম TRT World এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা রিজভীর পোষাক এবং ব্যাকগ্রাউন্ডের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

TRT World এর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নেওয়া গওহর রিজভীর সাক্ষাৎকারে কোথাও ‘PIEPAY.NET’ এর প্রমোশন সংক্রান্ত কোনো কথা বলতে শোনা যায়নি। 

এরপর ‘PIEPAY.NET’ এর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ‘PIEPAY.NET’ এর লিংকে প্রবেশ করে দেখা যায়, উক্ত লিংকে জাতীয় ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারের নেওয়া গওহর রিজভীর একটি সাক্ষাৎকারের লিংক দেওয়া রয়েছে। 

Screenshot: PIEPAY.NET

তবে, দ্য ডেইলি স্টারের মূল ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়নি। 

PIEPAY.NET এর ওয়েবসাইটে থাকা সাক্ষাৎকারে গওহর রিজভীর বক্তব্যে ‘SecuroomAi’ নামক একটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, এটি একটি জুয়ার ওয়েবসাইট। 

Image By Rumor Scanner 

সুতরাং, গওহর রিজভী জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img