রোনালদোর কোরআন তেলাওয়াত দাবিতে ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার

সম্প্রতি পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো কোরআন পড়ছেন দাবিতে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

রোনালদো কোরআন পড়ছেন

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো কোরআন পড়ছেন দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিটি রোনালদো নন বরং আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তির নাম Bewar Abdullah। 

মূলত, পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো কোরআন পড়ছেন দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিটি রোনালদো নন। প্রকৃতপক্ষে, ভিডিওতে থাকা ব্যক্তিটি Bewar Abdullah, যার চেহারা ও চুলের গঠন অনেকটা রোনালদোর মতো। ২০২১ সালে কুরআন তেলাওয়াত সম্পর্কিত তার ধারণকৃত একটি ভিডিওকেই টিকটকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোরআন পড়ছেন দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img