সম্প্রতি, বোরকা না পরার কারণে একদল উগ্রপন্থী মুসলমান গণপরিবহনে এই মহিলাকে হয়রানি করছে। তাদের বক্তব্য, বোরকা ছাড়া গাড়িতে ওঠা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে তারা অমুসলিম নারীদের বোরকা পরতে বাধ্য করছে শীর্ষক দাবিতে এক্সে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্রানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং, বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, ২০২৪ সালের ১৪ মার্চ Carton Show (বর্তমান নাম ‘আনন্দ 24) নামের একটি ফেসবুক পেজ থেকে “রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি ক*র*ছে অতঃপর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচারিত হয়। উক্ত ভিডিওটি সম্প্রতি বাস্তব ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।