সম্প্রতি, “রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি ক*র*ছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এছাড়া কাউকে কাউকে ভিডিওকে সত্য ভেবে এ নিয়ে সমালোচনা করতেও দেখা যায়। এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ভিডিওর শুরুতেই দেখা যায়, একজন সুপারভাইজার তার বাসে ওঠা একজন নারীকে বাস থেকে নেমে যেতে বলেন। বিষয়টিকে কেন্দ্র করে সেই মহিলা ও বাসের সুপারভাইজারের বাদানুবাদ চলতে থাকে। পরিশেষে বাসের চালক ও সুপারভাইজার, রমজান মাসে বেপর্দা নারীকে বাসে তুলবেন না বলে ঐ নারীকে বাস থেকে নেমে যেতে বলেন।
ফেসবুকের একাধিক পোস্টে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ইউটিউবে একই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ১১ লাখের অধিক মানুষ ভিডিওগুলো দেখেছেন। ভিডিওগুলোতে ২৫ হাজারের অধিক রিঅ্যাক্ট পড়েছে এবং প্রায় ১০ হাজার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রমজান মাসে বেপর্দা নারীকে বাস থেকে নামিয়ে দেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর পোস্টের কমেন্টবক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেক নেটিজেন বিষয়টিকে বাস্তব ঘটনার ভিডিও ভেবে নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন।
বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Carton Show নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মার্চ “রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি ক*র*ছে অতঃপর” শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, Carton Show নামের উক্ত পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায় পেজটি একটি ডিটিজাল কনটেন্ট তৈরির পেজ। সেইসাথে পেজের কনটেন্ট পর্যবেক্ষণ করে নাটক সদৃশ বিভিন্ন ধরণের কনটেন্ট খুঁজে পাওয়া যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওর নারী যাত্রী ও বাসের হেলপার একই পেজের একাধিক ভিডিওতে রয়েছেন। তাছাড়াও ভিডিওগুলোতে তাদেরকে ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।
এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
একই ব্যক্তির একাধিক ভিডিওতে ভিন্ন ভিন্ন ভূমিকায় উপস্থিতি থেকে বোঝা যায় যে, বাসের নারী যাত্রী ও বাসের সুপারভাইজার উভয়ই Carton Show টিমের সদস্য।
মূলত, Carton Show নামের একটি ফেসবুক পেজ থেকে “রমজান মাসে বেপর্দা মহিলা বাসের হেলপারের সাথে কি ক*র*ছে অতঃপর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচারিত হয়। উক্ত ভিডিওটি সম্প্রতি বাস্তব ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, পূর্বেও বেশ কয়েকটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচারিত হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, রমজান মাসে বেপর্দা নারীকে বাস থেকে নামিয়ে দেওয়ার দাবি সংক্রান্ত একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Page: Carton Show
- Rumor Scanner’s Own Analysis