গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে মন্ত্রী, এমপিসহ শেখ হাসিনা সরকারের আস্থাভাজন প্রশাসনের অনেক শীর্ষ ব্যক্তি গ্রেফতার হয়েছেন, অনেকে আছেন আত্নগোপনে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত ঢাকা মেট্রোরেল পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশীদের সর্বশেষ অবস্থান সম্পর্কেও চলছে নানা গুঞ্জন। সম্প্রতি এক ব্যক্তিকে পুলিশ কর্তৃক আদালতে হাজির করার একটি ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, হারুন-অর-রশিদকে (ডিবি হারুন) গ্রেফতার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে ৯ লক্ষ ১২ হাজার বার। ভিডিওটিতে ১২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৪ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি হারুন-অর-রশিদকে গ্রেফতারের কোনো ঘটনার নয় বরং এটি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার পরবর্তী র্যাব কর্তৃক আদালতে হাজির করার ভিডিও।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
Video Comparison: Rumor Scanner
ভিডিওটিতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতারের তথ্য দেওয়া হয়।
পরবর্তী অনুসন্ধানে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ২১ আগস্ট প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়।
Screenshot: Youtube
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত ভিডিওটি আবদুর রহমান বদিকে গ্রেফতার পরবর্তী তাকে আদালতে হাজির করা ঘটনার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ গ্রেফতার হয়েছেন কিনা সে বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তরে ‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ আগস্ট বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ উত্তরার একটি বাসায় আছে দাবি করে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। তবে পরবর্তীতে উক্ত বাসা থেকে কোনো আসামী না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী চলে যায়।
জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে গত ৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে একটি সূত্রের বরাতে বলা হয় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে গোপনে অবস্থান করছেন। পাশাপাশি নিউইয়র্কের একটি ভবনের সম্মেলনকক্ষে হারুন অর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবিও সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড উক্ত প্রতিবেদনে প্রকাশ করেছে।
এছাড়া, দেশিয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদ এর গ্রেফতার হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে র্যাব কর্তৃক আদালতে হাজিরের ঘটনার ভিডিওকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদ গ্রেফতারের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম – Facebook Video
- Ekhon TV – Youtube