ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তির বয়স ৩০৯ বছর নয়

সম্প্রতি, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে এক বৃদ্ধ ব্যক্তির শুয়ে থাকার ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, তার বয়স ৩০৯ বছর।

 বয়স ৩০৯ বছর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৬ লাখ বা ২.৬ মিলিয়ন বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ৩ হাজার মন্তব্য এবং প্রায় ১ লাখ ৩২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি ৭ শত ৮৭ বার শেয়ার করা হয়েছে। এছাড়া ভিডিওটি’র মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে দাবিটি’র পক্ষে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে প্রদর্শিত ব্যক্তির বয়স ৩০৯ বছর নয় বরং লুয়াং ফো ইয়াই নামে থাইল্যান্ডের এই ব্যক্তি ২০২২ সালে মারা যান। সেসময় তার বয়স ছিল ১০৯ বছর।

মূলত, আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তিটি’র বয়স মৃত্যুর আগে অর্থাৎ ২০২২ সালে ১০৯ বছর ছিল। তিনি থাইল্যান্ডের নাগরিক লুয়াং ফো ইয়াই। সাম্প্রতিক সময়ে তাকে ৩০৯ বছর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে একই ব্যক্তির বয়স ১৯৩ বছর এবং ২০২৩ সালে ৩০৯ বছর বলে ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। প্রতিবেদন দুইটি দেখুন এখানে এবং এখানে। 

আরও পড়ুন

spot_img